BRAKING NEWS

করোনা-র আকস্মিক বৃদ্ধি, আইজল পুর এলাকায় আজ থেকে সাতদিনের লকডাউন জারি

আইজল, ২৭ অক্টোবর (হি.স.) : করোনা-র প্রকোপ হঠাৎ বৃদ্ধি পাওয়ায় আইজলে আজ মঙ্গলবার থেকে সাত দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে। মিজোরাম সরকার আইজল পুর এলাকায় করোনা-র মারাত্মক প্রকোপের কারণে ওই সিদ্ধান্ত নিয়েছে। এদিকে সোমবার থেকে সারা মিজোরামে ‘কোভিড-১৯ বরদাস্ত নয় পক্ষ’-এর সূচনা করেছে রাজ্য সরকার। আগামী ৯ নভেম্বর পর্যন্ত এই পক্ষ পালন করা হবে বলে বিজ্ঞপ্তি জারি হয়েছে। 

আজ ভোর চারটা থেকে আইজল পুর এলাকায় লকডাউন চালু হয়েছে। ৩ নভেম্বর একই সময় পর্যন্ত তা জারি থাকবে। এদিকে, মিজোরাম সরকার করোনাষ় আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য ‘শিশু-বান্ধব কোভিড-১৯ কেয়ার সেন্টার’ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। ১৮ বছরের কম বয়সি অন্তত ২৯৫ জন শিশু ও নাবালক এখন পর্যন্ত মিজোরামে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে চারজনের বয়স দু বছরের কম। 

প্রাপ্ত তথ্যে জানা গেছে, লকডাউন চালু করার ব্যাপারে স্বাস্থ্য দফতরের আধিকারিক, চিকিৎসক, গির্জা এবং এনজিও-দের সাথে জরুরিভিত্তিতে আলোচনায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই সিদ্ধান্তে মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা সিলমোহর দিয়েছেন। উচ্চ পর্যায়ের ওই বৈঠক পৌরোহিত্য করেছিলেন স্বাস্থ্যমন্ত্রী আর লালথাংলিয়ানা। 

এক টুইট বার্তায় মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা বলেছেন, জরুরি ভিত্তিতে অনুষ্ঠিত বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুসারে মিজোরাম সরকার আইজল পুর এলাকায় মানুষের চলাফেরায় সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে। আজ থেকে আগামী সাতদিন ওই এলাকায় করোনা সংক্রমণের শৃঙ্খল ভাঙার জন্য এবং সংক্রমিতের সংস্পর্শে যারা রয়েছেন খুঁজে বের করে নমুনা পরীক্ষা করা হবে। অবশ্য, বিমানবন্দর এবং রাজ্যের সমস্ত প্রবেশদ্বার খোলা রাখা হবে। এতে যাত্রীগণ এবং পণ্যবাহী গাড়ি যাতায়াত করতে পারবে, অন্য আরেক টুইট বার্তায় জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, ১৮ অক্টোবর থেকে করোনায় আক্রান্ত ৮৩ জনের মধ্যে ৪৫ জন আইজল পুর এলাকার বাসিন্দা। এখন পর্যন্ত মিজোরামে ২,৪৯৩ জনের দেহে করোনা-র সংক্ৰমণ মিলেছে। তাদের মধ্যে ২,২০৯ জন ইতিমধ্যে সুস্থ হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *