কলকাতা,২৬ অক্টোবর ( হি স):অসুস্থ বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। বেলভিউ হাসপাতালে চিকিৎসারত অভিনেতা। অভিনেতার শারীরিক অবস্থার আরও কিছুটা অবনতি হয়েছে সোমবার এমনটাই খবর বেসরকারি হাসপাতাল সূত্রে।
বেলভিউ হাসপাতাল সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় করোনা এনসেফ্যালোপ্যাথির সংক্রমণ বেড়েছে । দেশ ও বিদেশের স্নায়ুরোগ বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে। অভিনেতার মস্তিষ্ক সাড়া দিচ্ছে না। ক্রমশ বাড়ছে অস্বস্তি। ভেন্টিলেশনে দেওয়ার কথা ভাবছে চিকিৎসকরা ।
উল্লেখ্য, গত ৬ অক্টোবর সৌমিত্র চট্টোপাধ্যায়কে বেলভিউ হাসপাতালে ভর্তি করা হয় । যখন অভিনেতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তখন তিনি করোনা আক্রান্ত ছিলেন। এমনকি যখন ভর্তি করা হয়েছিল তখন মৃদু জ্বর ছিল তার। হাসপাতালে ভর্তির পর তার জ্বর কমে যায়। অক্সিজেনের মাত্রাও তখন স্বাভাবিক ছিল। যদিও তারপরে শ্বাসকষ্ট জনিত সমস্যা হতে শুরু করায় শারীরিক অবস্থার অবনতি হয় অভিনেতার। তবে, এরপর অনেকটাই সুস্থ হয়ে ওঠেন অভিনেতা। কিন্তু এরই মাঝে ফের শারীরিক অবস্থার অবনতি হয় সৌমিত্র চট্টোপাধ্যায়ের।