মুম্বই, ২৬ অক্টোবর (হি.স.): মারণ করোনাভাইরাসের দৌরাত্ম্য থেকে নিস্তার নেই কারও। মন্ত্রী থেকে রাজনৈতিক নেতা, অনেকেই ইতিমধ্যে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এবার করোনা-আক্রান্ত হলেন মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী তথা এনসিপি নেতা অজিত পওয়ার। সোমবার অজিত নিজেই জানিয়েছেন, তাঁর করোনা-রিপোর্ট পজিটিভ এসেছে। চিকিৎসকদের পরামর্শ মতো মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। চিন্তার কোনও কারণ নেই বলেই জানিয়েছেন মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী।
মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পওয়ার জানিয়েছেন, ‘আমি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছি। সুস্থ আছি। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে চিকিৎসকদের পরামর্শ মতো মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছি।’ বৃষ্টি-কবলিত মহারাষ্ট্রের পুণে এবং সোলাপুর জেলা থেকে ফেরার পর থেকেই অসুস্থতা বোধ করেন অজিত। গত বৃস্পতিবার তাঁর করোনা-রিপোর্ট নেগেটিভ এসেছিল। বাড়িতেই ছিলেন তিনি। পরে ফের টেস্ট করালে সেই রিপোর্ট পজিটিভ এসেছে।