BRAKING NEWS

দূষণের মাত্রা বাড়ছে দিল্লিতে, দূষিত হরিয়ানা-কর্ণাটকও

নয়াদিল্লি, ২৩ অক্টোবর (হি.স.): দূষণের মাত্রা বাড়ছে দিল্লিতে। রাজধানী দিল্লির পাশাপাশি বায়ুদূষণের কবলে হরিয়ানার গুরুগ্রাম এবং কর্ণাটকের কালাবুরাগিও। দিল্লি দূষণ নিয়ন্ত্রণ কমিটির তথ্য অনুযায়ী, শুক্রবার সকালে দিল্লির আর কে পুরমে বাতাসে পিএম ২.৫-এর মাত্রা ছিল ৪১৭, আইটিও-তে ৩৫৬ এবং আলিপুরে বাতাসের গুণমান সূচক অর্থাৎ এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল ৪৪২। সর্বত্রই দূষণ পরিস্থিতি ছিল ‘মারাত্মক’। এদিন সকালে ধোঁয়াশার চাদরে ঢাকা ছিল দিল্লির ইন্ডিয়া গেট, রাজপথ-সহ রাজধানীর বিভিন্ন প্রান্ত।

দিল্লির পাশাপাশি শুক্রবার সকালে হরিয়ানার গুরুগ্রাম এবং কর্ণাটকের কালাবুরাগিও ছিল ধোঁয়াশার কবলে। গুরুগ্রামে বাতাসের গুণমান সূচক ছিল ‘খুব খারাপ’। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের তথ্য অনুযায়ী, গুরুগ্রামের সেক্টর-৫১-তে এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল ৩০১ (খুব খারাপ)। কর্ণাটকের কালাবুরাগির বাতাসও ছিল অস্বাস্থ্যকর। সকাল ন’টা নাগাদ কালাবুরাগির লাল বাহাদুর শাস্ত্রী এলাকায় এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল ১৭৮।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *