ইমফল, ২২ অক্টোবর (হি.স.) : করোনা মোকাবিলায় মণিপুর বড়সড় ধাক্কা খেয়েছে। একদিনে ১৪ জন চিকিৎসকের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে। তাই, আজ বৃহস্পতিবার থেকে তিনদিন ইমফলের দ্য জওহরলাল নেহরু ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স (জেএনআইএমএস) হাসপাতাল বন্ধ রাখা হয়েছে। ওই তিনদিন নতুন কোনও রোগীর চিকিৎসা কিংবা ভরতিও করা হবে না।
প্রসঙ্গত, মণিপুরে হঠাৎ করোনা-র সংক্রমণ মারাত্মক বৃদ্ধি ঘটেছে। এখন পর্যন্ত ১০৭ জন চিকিৎসক করোনায় আক্রান্ত রোগীর চিকিৎসা করতে গিয়ে নিজেরাই সংক্রমিত হয়েছেন। গত মঙ্গলবার জেএনআইএমএস হাসপাতালের ১৪ জন চিকিৎসকের কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে। ফলে, ওই হাসপাতালের ওপিডি, ক্যাজুয়ালটি এবং নতুন রোগীর ভরতি আজ থেকে তিনদিনের জন্য বন্ধ রাখা হয়েছে।
এদিকে, বুধবার মণিপুরে নতুন করে ২১৪ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে। তাতে এখন পর্যন্ত রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬,২৭৬। নতুন আক্রান্তদের মধ্যে ২০৮ জন সাধারণ নাগরিক এবং ছয় জন কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর জওয়ান রয়েছেন।