মুম্বই, ২১ অক্টোবর (হি. স.) : মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে জানিয়েছেন, বিজেপির সঙ্গ ছেড়ে দিচ্ছে পুরনো সঙ্গীরা। বিজেপি কাছে পরিস্থিতি যথেষ্ট চিন্তাজনক। বিজেপির উচিত আত্মসমীক্ষা করে দেখা।
প্রবল বর্ষণে বিধ্বস্ত মহারাষ্ট্রের ওসামাবাদে দুর্গত এলাকাগুলি পরিদর্শন করতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় মুখ্যমন্ত্রী জানিয়েছেন, একনাথ খাডসে বিজেপির অন্যতম দক্ষ সংগঠক ছিলেন। এখন উনি মহা বিকাশ আখারি জোটে নিজেকে যুক্ত করতে চান। মহারাষ্ট্রের রাজনীতিতে খাডসের এক পৃথক পরিচয় রয়েছে। তাকে মহাবিকাশ আখারি জোটে স্বাগত জানাই। কিন্তু বিজেপির পুরনো নেতারা দল থেকে নিজেদেরকে আলাদা করছেন কেন। পুরনো সঙ্গী সাথীরা যারা বিজেপিকে এগিয়ে নিয়ে গিয়েছিল তারা কেন আজ গেরুয়া শিবিরের হাত ছেড়ে বেরিয়ে আসছে। বিজেপির নিজের আত্মসমীক্ষা করে দেখা উচিত। বিজেপির শাখা যতই বৃদ্ধি পাক না কেন যদি ভিত্তি নড়বড়ে থাকে তবে তা যেকোন দলের কাছে চিন্তাজনক। প্রদেশ কংগ্রেস সভাপতি বালাসাহেব থরাট জানিয়েছেন, মহারাষ্ট্রে বিজেপিকে প্রাসঙ্গিক এবং ক্ষমতাশালী করার পেছনে একনাথ খা ডসের বিশেষ ভূমিকা রয়েছে।