BRAKING NEWS

উৎসবের মরসুমে বোনাস পাবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা, সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকে

নয়াদিল্লি, ২১ অক্টোবর (হি. স.) : কেন্দ্রীয় সরকারের অধীনস্থ নন-গেজেটেড কর্মীদের জন্য ২০১৯-২০ সালের বোনাস প্রদানে মঞ্জুরি দিয়ে দিয়েছে। এর জন্য কেন্দ্রের তরফে অতিরিক্ত খরচ হবে ৩৭৩৭ কোটি টাকা। কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে উপকৃত হবে দেশজুড়ে থাকা ৩০.৬৭ লক্ষ নন-গেজেটেড কর্মীর। প্রডাক্টিভিটি লিঙ্কড বোনাস নন প্রডাক্টিভ লিঙ্কড বোনাসের মঞ্জুরি দিয়ে দিয়েছে কেন্দ্র। 


বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে হওয়া মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বোনাস পেলে বাজারের চাহিদা বৃদ্ধি পাবে এবং দেশে মধ্যবিত্তদের হাতে টাকা আসবে। দশহরার আগেই প্রত্যেক কর্মচারীর হাতে বোনাসের টাকা চলে আসবে। এই সিদ্ধান্তের ফলে কেন্দ্রের বাণিজ্যিক সংস্থাগুলির অধীনে কর্মরত ১৭ লক্ষ কর্মচারী উপকৃত হবে। এর জন্য খরচ হবে ২৭৯১ কোটি টাকা। এছাড়া আরো ১৩ লক্ষ কর্মচারীকে নন প্রডাক্টিভ লিঙ্কড বোনাসের মঞ্জুরি দিয়ে দেওয়া হবে। এতে খরচ হবে ৯০৬ কোটি টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *