BRAKING NEWS

নতুন করে ২২টি দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করল দক্ষিণ আফ্রিকা

জোহানসবার্গ, ১৯ অক্টোবর (হি. স.):  দ্বিতীয় পর্যায়ের করোনা সংক্রমণ ঠেকাতে নতুন করে ২২টি দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করল দক্ষিণ আফ্রিকা। সোমবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিশেষ আদেশে এ নির্দেশ জারি করা হয়েছে।

শটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা নির্দেশে জানানো হয়েছে- করোনা মহামারী এখনও শেষ হয়ে যায়নি। দক্ষিণ আফ্রিকায় করোনার দ্বিতীয় সংক্রমণ শুরু হবে অচিরেই। সারা বিশ্বের অধিকাংশ দেশে ইতিমধ্যে করোনার দ্বিতীয় সংক্রমণ শুরু হয়েছে। তাই নতুন করে ২২ দেশসহ মোট ৮৫টি দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।  

সোমবার স্বাস্থ্য, স্বরাষ্ট্র ও পর্যটন মন্ত্রণালয়ের যৌথ সমন্বয় বৈঠকে সারা পৃথিবীর অধিক সংক্রমিত দেশের তালিকা পর্যলোচনা করে বাংলাদেশসহ নতুন করে ২২টি দেশের নাগরিকদের দক্ষিণ আফ্রিকা ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে আফ্রিকা মহাদেশের কোনও দেশের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়নি । তারা আগের মত স্বাস্থ্যবিধি মেনে দক্ষিণ আফ্রিকা ভ্রমণ করতে পারবেন।

বৈঠকে উচ্চ ঝুঁকিপূর্ণ দেশগুলো থেকে বিনিয়োগকারী, ক্রীড়া, শিল্প, সংস্কৃতি এবং বৈজ্ঞানিক আন্তর্জাতিক সেমিনারের জন্য এবং কূটনৈতিক ব্যক্তিরা দক্ষিণ আফ্রিকায় আসতে পারবে বলে জানানো হয়েছে। তবে পৃথিবীর সব দেশ থেকে দক্ষিণ আফ্রিকার পাসপোর্টধারী নাগরিকরা আসা-যাওয়া করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *