চেন্নাই, ১৮ অক্টোবর (হি. স.): একটি বেসরকারী পর্যটন সংস্থার যাত্রীবাহী হেলিকপ্টার রবিবার সকালে জরুরি অবতরণ করল তামিলনাডুর কানডিলি গ্রামে। কম দৃশ্যমানতার কারণে হেলিকপ্টারটিকে কোন রকমের ঝুঁকি না নিয়ে এই গ্রামে অবতরণ করে পাইলট।
এদিন সকালে হেলিকপ্টারটি যাওয়ার কথা ছিল তিরুপতিতে। একই পরিবারের পাঁচ সদস্যকে ও দুইজন চালক ছিল হেলিকপ্টারের ভিতর। কিন্তু আকাশে অতিরিক্ত কুয়াশা এবং কম দৃশ্যমানতা তৈরি হওয়ায় কোন রকমের ঝুঁকি না নিয়ে তামিলনাডুর কানডিলি গ্রামের ফাঁকা জায়গা দেখে হেলিকপ্টারটি অবতরণ করে। হেলিকপ্টার নামতে দেখে ছুটে আসে গ্রামের মানুষ। খবর দেওয়া হয় পুলিশে। প্রায় দুই ঘণ্টা হেলিকপ্টারটি সেই গ্রামে ছিল দৃশ্যমানতা আবার স্বাভাবিক হলে গন্তব্যের উদ্দেশ্যে উড়ে যায় হেলিকপ্টারটি।