পিলিভিট (উত্তর প্রদেশ), ১৭ অক্টোবর (হি.স.): উত্তর প্রদেশের পিলিভিট জেলায় সরকারি বাস ও বোলেরো গাড়ির সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু হল ৭ জনের। ভয়াবহ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৩২ জন। শনিবার ভোরে একটি বোলেরো গাড়ির সঙ্গে সংঘর্ষের পরই রাস্তার ধারে উল্টে যায় সরকারি বাস। দুর্ঘটনাটি ঘটেছে পিলিভিট জেলায়, সেহরামাউ উত্তর এলাকার বারি বুঝিয়া গ্রামের (পুরানপুর এলাকা) কাছে। দুর্ঘটনায় বোলেরো গাড়ির যাত্রীরা আহত হয়েছেন, তবে বাসটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
পিলিভিটের পুলিশ সুইপার জয় প্রকাশ জানিয়েছেন, ‘উত্তর প্রদেশ রাজ্য পরিবহন নিগমের একটি বাস লখনউ থেকে দিল্লি অভিমুখে যাচ্ছিল, শনিবার ভোরে পুরানপুর থেকে আসা একটি বোলেরো গাড়ির সঙ্গে ওই বাসের সংঘর্ষ হয়। বাসটি রাস্তার ধারে উল্টে যায়। দুর্ঘটনায় মৃত্য হয়েছে ৭ জনের। কমপক্ষে ৩২ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে ৯ জনকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।’ বেসরকারি সূত্রের খবর, সরকারি বাসটি লখনউ থেকে পিলিভিট অভিমুখে আসছিল।