নয়াদিল্লি, ১৫ অক্টোবর (হি.স.): উন্নতি হওয়ার পরিবর্তে ক্রমেই খারাপ হচ্ছে রাজধানী দিল্লির বাতাস। দিল্লির দূষণ নাজেহাল করে তুলছে আমজনতাকে। বৃহস্পতিবার সকালেও ইন্ডিয়া গেট, রাজপথ, আনন্দ বিহার, আইটিও, আর কে পুরম, ওয়াজিরপুর-সর্বত্রই বায়ুদূষণের কবলে ছিল। আনন্দ বিহার, আইটিও, আর কে পুরম, ওয়াজিরপুর-সর্বত্রই এদিন সকালে এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল ভীষণ খারাপ। বায়ুদূষণের জন্য প্রতিবেশী রাজ্যগুলিকে দুষছেন দিল্লির জনগণ। রাজপথ এলাকায় এদিন সকালে একজন প্রাতঃভ্রমণকারী জানান, ‘প্রতিবেশী রাজ্যগুলিতে খড় পোড়ানোর জন্যই দিল্লির বাতাস দূষিত হচ্ছে, এ বিষয়ে সরকারের কিছু করা উচিত।’
দিল্লি দূষণ পর্ষদ কমিটির তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকালে আইটিও-তে এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল ৩৬৬, আর কে পুরমে এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল ৩০৯, আনন্দ বিহারে ৩১৩ এবং ওয়াজিরপুরে ৩৩৯। সর্বত্রই এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল ‘ভীষণ খারাপ’।