নয়াদিল্লি, ১৩ অক্টোবর (হি.স.): উত্তর প্রদেশের ১০টি এবং উত্তরাখণ্ডের একটি রাজ্যসভা আসনে ভোটের নির্ঘন্ট ঘোষণা করল নির্বাচন কমিশন। আগামী ২৫ নভেম্বর অবসর নিতে চলেছেন উত্তর প্রদেশ থেকে রাজ্যসভার ১০ জন সাংসদ এবং উত্তরাখণ্ড থেকে একজন সাংসদ। ওই ১১টি রাজ্যসভা আসনের জন্য ভোটগ্রহণ হবে আগামী ৯ নভেম্বর। ভোট গণনা ও ফলপ্রকাশ হবে ওই দিনই। মনোনয়ন পেশের শেষ দিন ২৭ অক্টোবর।
মঙ্গলবার নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ২৫ নভেম্বর খালি হচ্ছে উত্তর প্রদেশের ১০টি এবং উত্তরাখণ্ডের একটি রাজ্যসভা আসন। উত্তর প্রদেশ থেকে অবসর নেবেন-চন্দ্রপাল সিং যাদব, জাভেদ আলি খান, অরুণ সিং, নীরজ শেখর, পি এল পুনিয়া, হরদীপ সিং পুরী, রবি প্রকাশ বর্মা, রাজারাম, রামগোপাল যাদব ও বীর সিং। উত্তরাখণ্ড থেকে অবসর নিচ্ছেন রাজ বব্বর। ওই ১১টি রাজ্যসভা আসনে ভোট হবে ৯ নভেম্বর। নির্বাচন কমিশন জানিয়েছে, মনোনয়ন পেশের শেষ দিন ২৭ অক্টোবর। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২ নভেম্বর। ভোটগ্রহণ হবে ৯ নভেম্বর সকাল ন’টা থেকে বিকেল চারটে পর্যন্ত। ভোটগণনা হবে ওই দিনই।