BRAKING NEWS

নতুন কোভিড হাসপাতাল, সূচনা ৩১ শে, উদ্যোগ নতুন অক্সিজেন প্ল্যানিং সেন্টারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ অক্টোবর৷৷ করোনা-র প্রকোপে মানুষকে আরও ভালো চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য জিবি হাসপাতালের জয়ন্তী ওয়ার্ডে কোভিড ডেডিকেটেড হাসপাতাল শুরু হচ্ছে৷ আগামী ৩১ অক্টোবর ওই হাসপাতালের সূচনা হবে৷ পাশাপাশি, নতুন অক্সিজেন প্ল্যানিং সেন্টার গড়ে তোলা হবে৷ বুধবার এ-কথা জানিয়েছেন সাংসদ প্রতিমা ভৌমিক৷


এদিন তিনি বলেন, জিবি হাসপাতালে করোনা চিকিৎসায় পরিস্থিতি অনেক পরিবর্তন হয়েছে৷ চিকিৎসক, নার্স, প্যারা মেডিক্যাল কর্মী, এমন-কি সুলভ কর্মীরাও যথেষ্ট দায়িত্ব নিয়ে দারুণ কাজ করছেন৷ তিনি জানান, জিবি-তে অক্সিজেনের এখন কোনও সমস্যা নেই৷ তাঁর দাবি, প্রতিদিন ১১৭টি অক্সিজেন সিলিন্ডারের প্রয়োজন হচ্ছে৷ সে তুলনায় ৩৭০টি অক্সিয়জেন সিলিন্ডার মজুত রয়েছে৷ তাছাড়া, অক্সিজেন কন্সেন্েন্টটর পর্যাপ্ত হারে মজুত রাখা হয়েছে৷


প্রতিমা ভৌমিক বলেন, জিবি হাসপাতালের জয়ন্তী ওয়ার্ডকে কোভিড ডেডিকেটেড হাসপাতালে রূপান্তর করা হচ্ছে৷ সমস্ত কাজ সমাপ্ত হওয়ার অপেক্ষায়৷ তাঁর দাবি, আগামী ৩১ অক্টোবর ওই কোভিড হাসপাতাল রোগীদের পরিষেবায় উন্মুক্ত করা হবে৷ এদিন তিনি জানান, জিবি হাসপাতালে অক্সিজেন প্ল্যানিং সেন্টার নতুন করে তৈরি করা হবে৷ তিনি ক্ষোভের সুরে বলেন, পূর্বতন সরকারের অবৈজ্ঞানিক কাজের খেসারত এখন রাজ্যবাসীকে দিতে হচ্ছে৷ তাঁর দাবি, পরিকল্পিতভাবে অক্সিজেন প্ল্যান্ট তৈরি করা হলে ত্রিপুরাবাসী আজ সমস্যার মুখোমুখি হতেন না৷ তবে, সমস্ত সমস্যার স্থায়ী সমাধান করা হচ্ছে, জোর গলায় বলেন তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *