পাটনা, ৭ অক্টোবর (হি. স.): বিহার বিধানসভা নির্বাচন উপলক্ষে রাজ্যের শাসক দল জনতা দল ইউনাইটেড (জেডিইউ) ১১৫ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে।উল্লেখযোগ্য বিষয় হলো গতবারের ১১ জন নির্বাচিত বিধায়কের নাম এই তালিকায় নেই।যে ১১ জন বিধায়ককে প্রার্থী করা হয়নি তারা হলেন কপিল দেব কামাথ, গুলজার দেবী, সুনীল কুমার চৌধুরী, রমেশ সিং কুশওয়াহা, রাজকিশোর সিং, রামানন্দ প্রসাদ সিং, জনার্দন মাঝি, রবি যদি কুমার, দাদন পাহেলওয়ান, ধুমল সিং। যদিও এদের মধ্যে কয়েকজনের আত্মীয়কে টিকিট দিয়েছে জেডিইউ।এর মধ্যে উল্লেখযোগ্য হলো রাম চন্দ্র প্রসাদ সিংয়ের ছেলে সঞ্জীব কুমার, কপিল দেব কামাথের পুত্রবধূ মিনা কামাথ, ধুমল সিংএর স্ত্রী সীতাদেবী। অতিসম্প্রতি অন্যান্য দল থেকে যে সকল নেতা জেডিইউ-তে যোগ দিয়েছেন তাদের প্রত্যেককে দলের তরফ থেকে টিকিট দেওয়া হয়েছে। আরজেডি থেকে জেডিইউ-তে আসা নেতা জয় বর্ধন যাদব, অশোক কুমার, মহেশ্বর প্রসাদ যাদব, ফরাজ ফাতমি, বীরেন্দ্র কুমার সিংকে নির্বাচনে প্রার্থী করেছে জেডিইউ। কংগ্রেস থেকে আসা পূর্ণিমা জাতীয় প্রার্থী করেছে নীতীশ কুমার। উল্লেখ করা যেতে পারে বিহার বিধানসভা নির্বাচনে ১২২ আসলে লড়ছে নীতীশ কুমারের জেডিইউ।বিজেপি লড়ছে ১২১ টি আসনে।নিজের হাতে থাকা ১২২ টি আসনের মধ্যে জিতেন রাম মাঝির দল হাম – কে সাতটি আসন ছেড়েছে জেডিইউ। অন্যদিকে বিজেপিও নিজেদের হাতে থাকা ১২১ আসনের মধ্যে ১১ টি ছেড়ে দিয়েছে বিকাশ শীল ইনসান পার্টিকে।উল্লেখ করা যেতে পারে তিনটি পর্যায় বিহার বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে. ২৮ অক্টোবর হবে প্রথম দফায় ভোট।৩ এবং ৭ নভেম্বর হবে যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় দফায় ভোট গ্রহণ।ফলাফল ঘোষণার ১০ নভেম্বর।