BRAKING NEWS

সার্বজনীন এলাকা কব্জা করে অনির্দিষ্টকালের জন্য অবস্থান-বিক্ষোভ দেখানো যাবে না : সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ৭ অক্টোবর (হি. স.) : বিক্ষোভ দেখানোর নাম করে অনির্দিষ্ট কাল ধরে সার্বজনীন এলাকা কব্জা করে রাখা যাবে না বলে বুধবার স্পষ্ট জানিয়ে দিয়েছে দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট। বিচারপতি ইউ ইউ ললিত নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ জানিয়েছে সংবিধানে সংসদ ব্যবস্থা, আমলাতান্ত্রিকতা এবং ন্যায় ও বিচার ব্যবস্থা রয়েছে। সংসদে নাগরিকত্ব সংশোধনী আইন পাস হয়েছে। এর পক্ষে এবং বিপক্ষে দুটি অভিমতই রয়েছে। বর্তমানে বিষয়টি আদালতে বিচারাধীন।


দিল্লির শাহীনবাগ আন্দোলন প্রসঙ্গে বলতে গিয়ে আদালত জানিয়েছে এই আন্দোলন কোন সমাধান সূত্র বের করতে পারেনি। করোনা মহামারী জেরে শাহীনবাগ অবস্থান-বিক্ষোভকে তুলে দেওয়া হয়েছে।বিক্ষোভ প্রদর্শনের নাম করে অনির্দিষ্টকাল ধরে কোন সার্বজনীন এলাকাকে কব্জা করে রাখা যাবে না। গণতন্ত্রের সঙ্গে ভিন্নমত চলতে থাকে। বর্তমানে আমরা ডিজিটাল যুগে অবস্থান করছি।সামাজিক মাধ্যমে বিভিন্ন বিষয়ে আলোচনা হয় কিন্তু তার থেকে কোনো রকমের সমাধানসূত্র বেরিয়ে আসে না।শাহীনবাগ আন্দোলনের জন্য  নিত্যযাত্রীদের অনেক অসুবিধা মুখে পড়তে হয়েছে। প্রশাসনের উচিত ছিল আগেই এই আন্দোলনকে তুলে দেওয়া।নাগরিক জনজীবন ব্যাহত হলে আদালতের নির্দেশের অপেক্ষায় না থেকে পদক্ষেপ নেওয়া উচিত প্রশাসনের।
উল্লেখ করা যেতে পারে এই মামলা নিয়ে আদালতকে আগে কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা জানিয়েছিলেন, শাহীনবাগ থেকে বিক্ষোভকারীদের ইতিমধ্যেই সরিয়ে দেওয়া হয়েছে।অন্যদিকে শাহীনবাগ আন্দোলনকারীদের আইনজীবী মহমুদ প্রাচা জানিয়েছেন, বিক্ষোভ দেখানোর জন্য একটি সমান নীতি তৈরি করা একান্ত প্রয়োজন। যদি বিক্ষোভ প্রদর্শন শান্তিপূর্ণভাবে হয় তাহলে এর জন্য কোন দিক নির্দেশের প্রয়োজন নেই।প্রসঙ্গত এর আগে সুপ্রিম কোর্ট জানিয়েছিল বিরোধ প্রদর্শন দেখানোর অধিকার রয়েছে কিন্তু অন্যের গণতান্ত্রিক অধিকারের ওপর অতিক্রম করে নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *