BRAKING NEWS

অরুণাচল প্রদেশে নতুন ২২২ জন করোনায় সংক্ৰমিত, আরও একজনের মৃত্যু

ইটানগর, ৭ অক্টোবর (হি.স.) : অরুণাচল প্রদেশে নতুন করে ২২২ জনের দেহে করোনা-র সংক্ৰমণ মিলেছে। এঁদের নিয়ে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১,০০৭। এদিকে আরও একজন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। এর সাথে রাজ্যে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২০।

করোনায় আক্রান্ত নতুনদের মধ্যে তিনজন সেনা জওয়ান রয়েছেন। অন্যদিকে, ইটানগরের নিকটবর্তী চিম্পুতে কোভিড-১৯ হাসপাতালে ৪৭ বছর বয়সি এক জুনিয়র ইঞ্জিনিয়ার উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভুগছিলেন। কোভিডে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। 

রাজ্যের ক্যাপিটাল কমপ্লেক্স এলাকায় নতুন করে ৯০ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে। তাছাড়া, চাংলাঙে ২৮ জন এবং পশ্চিম সিয়াঙে ২৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য দফতরের জনৈক আধিকারিকের কথায়, তিন সেনা জওয়ান এবং এনডিআরএফ-এর এক আধিকারিক করোনায় আক্রান্ত হয়েছেন। 

এখন পর্যন্ত অরুণাচল প্রদেশে করোনায় আক্রান্ত ১৮৯ জন সুস্থ হয়েছেন। তাতে ৭,৯৬৫ জন করোনা আক্রান্ত সুস্থ হয়েছেন। ফলে, সুস্থতার হার দাঁড়িয়েছে ৭২.৩৬ শতাংশে। বর্তমানে রাজ্যে ৩,০২২ জন সক্রিয় করোনা রোগী রয়েছেন। তাঁদের মধ্যে ১,৫৮৪ জন ইটানগর, নাহরলগুন, নিৰ্জুলি এবং বান্দরদেও এলাকার নাগরিক রয়েছেন। এছাড়া, পশ্চিম সিয়াঙে ২৪৩ জন, পাপুমপারেতে ১৬১ জন এবং চাংলাঙে ১৫৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত ২ লক্ষ ৬৩ হাজার ২৪২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *