নয়াদিল্লি, ৫ অক্টোবর (হি. স.): চলতি বছরে এখনও পর্যন্ত প্রাপ্ত কম্পেন্সেশন (ক্ষতিপূরণ) সেস ২০ হাজার কোটি টাকা রাজ্যগুলিকে সোমবার রাত থেকেই বন্টন করে দেবে কেন্দ্র। এদিন জিএসটি কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।এছাড়াও আরও ২৪ হাজার কোটি টাকা আইজিএসইটির মাধ্যমে সেইসব রাজ্যগুলিকে দেওয়া হবে যারা প্রথম পর্যায় কম পেয়েছিল। এই অর্থটি আগামী সপ্তাহ থেকে প্রদান করা হবে।
করোনা মহামারীর জন্য যে দেশের অর্থব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে এ দিনের বৈঠকে তা স্পষ্ট করে দিয়েছেন অর্থমন্ত্রী।তিনি আরও জানিয়েছেন প্রতিটা রাজ্যকেই দুটি বিকল্প দেওয়া হয়েছিল। প্রথমটি রিজার্ভ ব্যাংক থেকে উইন্ডোর মাধ্যমে ঋণ নেওয়া। দ্বিতীয়টি কেন্দ্র বাজার থেকে রাজ্যের জন্য ঋণ নেবে। কিন্তু রাজ্যগুলি তৃতীয় বিকল্প চেয়ে বসে ছিল।এই নিয়ে বৈঠকে প্রচুর আলোচনা হয়েছে কিন্তু কোন ঐক্যমতে পৌঁছানো যায়নি।. জিএসটি কাউন্সিলের পরবর্তী বৈঠক বসবে আগামী ১২ ই অক্টোবর।