নয়াদিল্লি, ৪ অক্টোবর (হি. স.): পূর্ব লাদাখে দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা প্রশমনের জন্য ফের কোর কমান্ডার পর্যায়ে বৈঠকে বসতে চলেছে ভারত এবং চিন। আগামী ১২ ই অক্টোবর সপ্তমবারের জন্য কোর কমান্ডার পর্যায়ের বৈঠকে বসতে চলেছে এশিয়া মহাদেশের দুই সামরিক শক্তিধর রাষ্ট্র ভারত এবং চিন।
এর আগে শেষবার দুই দেশ কোর কমান্ডার পর্যায়ের বৈঠকে বসে ছিল ২১ সেপ্টেম্বর। প্রায় ১৪ ঘণ্টা ধরে সে বৈঠক চলেছিল।ওই বৈঠকে মস্কোতে দুই দেশের বিদেশমন্ত্রীদের মধ্যে হওয়া সমঝোতার ওপর এগিয়ে চলার দিকনির্দেশ তৈরি করতে চিনকে বলেছিল ভারত। সপ্তমবারের কোর কমান্ডার বৈঠকের নেতৃত্ব দেবেন লেফটেনেন্ট জেনারেল হরিন্দর সিং।
উল্লেখ করা যেতে পারে চিনা আগ্রাসন রুখতে সচেষ্ট ভারত। অত্যাধুনিক সমরাস্ত্র থেকে শুরু করে সুখোই ৩০ এমকেআই, মিগ ২৯, জাগুয়ার, মিরাজ ২০০০ মোতায়েন করেছে ভারত। এমনকি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র সীমান্তবর্তী এলাকায় মোতায়েন করা হয়েছে।কিন্তু আলোচনাকেও যে ভারত গুরুত্ব দিচ্ছে তা এই কমান্ডার বৈঠক থেকে স্পষ্ট।