গুয়াহাটি, ১ অক্টোবর (হি.স.) : অসমে গত ২৪ ঘণ্টায় নতুন ৩,৫৯০ জনকে কোভিড-১৯ পজিটিভ বলে শনাক্ত করা হয়েছে। নতুন আক্রান্তদের নিয়ে রাজ্যে কোভিড-১৯ সংক্রমিতের সংখ্যা ১,৮০,৮১১-য় গিয়ে পৌঁছেছে। এই সময়কালে মোট ১,৪৮,৭৮০টি কোভিড টেস্টে এঁদের চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। এছাড়া তিনি জানান, গতকাল রাত পর্যন্ত ১,৬১৬ জন রোগী করোনা জয় করে বাড়ি ফিরে গেছেন। এ নিয়ে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন মোট ১,৪৫,৬১৫ জন।
তাঁর অফিশিলায় টুইট হ্যান্ডলে এই তথ্য দিয়ে মন্ত্রী জানান, গত তিনদিন ধরে অসমে ধারাবাহিকভাবে প্রতিদিন এক লক্ষের বেশি টেস্ট সম্পন্ন করা হচ্ছে। টেস্টের তুলনায় পজিটিভের হার কমে এসেছে ২.৪১ শতাংশে। নতুন পজিটিভদের নিয়ে রাজ্যে এখন পর্যন্ত কোভিড আক্ৰান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১,৮০,৮১১। তবে তাঁদের মধ্যে তিনজন প্রবাসী, তাঁদের বিহিঃরাজ্যে পাঠানো হয়েছে।
এছাড়া রাজ্যের বিভিন্ন জেলায় গতকাল রাত পর্যন্ত আরও ১৭ জন কোভিড-১৯ রোগীর মৃত্যু হয়েছে। তাঁদের নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৬৯৭ হয়েছে। স্বাস্থ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব শৰ্মা তাঁর টুইটারে এই তথ্য প্রকাশ করেছেন।
এদিকে গোটা অসমজুড়ে বিভিন্ন জেলায় কোভিড সংক্রিমত হয়ে আরও যে ১৭ জন মৃত্যুমুখে পড়েছেন, তাঁদের প্রতি গভীর শোক জ্ঞাপনের পাশাপাশি নিহতদের পরিবারবর্গকে সমবেদনা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব। মন্ত্রীর প্রকাশিত মৃত্যু-তালিকায় যাঁদের নাম রয়েছে তাঁরা যথাক্রমে কাছাড়ের সঞ্জয় সুর (২৫), করিমগঞ্জের বাণী পালচৌধুরী (৮০), লখিমপুরের তিনজন দিলওয়ার হুসেন হাজরিকা (৬২), নারায়ণ পেগু (৫২) ও হেমচন্দ্র বরুয়া (৫৪), ডিব্রুগড়ের তিনজন অনিল তামুলি (৬৭), রুকুনউদ্দিন আহমেদ (৫২) ও সুবোধ দৌধুরী (৭২), দরঙের জেহেরুল ইসলাম (১৫), মরিগাঁওয়ের সত্যদেব শর্মা (৭৮), নগাঁওয়ের দুজন প্রেমলাল কোঁওর (৫৫) ও রবীন বরা (৫৪), যোরহাটের তুলু চেতিয়া (৮০), শোণিতপুরের চেনিমাই দাস (৮৫), কোকরাঝাড়ের অভিজিত বিশ্বাস (৩৩), জণ্টি ডেকা (৬২) এবং কামরূপ গ্রামীণ জেলার হুসেন আলি (৬৫)।