BRAKING NEWS

মেঘালয়ে করোনায় ৫১ জনের মৃত্যু, নতুন ১৭৬ জনের দেহে সংক্রমণ, মোট আক্রান্ত ৫৬৪১ জন

শিলং, ১ অক্টোবর (হি.স.) : করোনা-র প্রকোপ সারা দেশের সাথে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলিতেও মারাত্মকভাবে দেখা দিয়েছে। মেঘালয়ে করোনা-র প্রকোপে ক্রমশ মৃতের সংখ্যা বাড়ছে। এখন পর্যন্ত ৫১ জনের করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। তাছাড়া, নতুন করে আরও ১৭৬ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে। তাঁদের নিয়ে মেঘালয়ে মোট ৫,৬৪১ জন এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

নতুন করে চিহ্নিত করোনা আক্রান্তদের মধ্যে ১১৩ জন পূর্ব খাসিপাহাড় জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে ৩০ জন পশ্চিম গারোপাহাড় জেলা, ১১ জন দক্ষিণ পশ্চিম গারোপাহাড় জেলা, ১৮ জন রি-ভই জেলা এবং একজন করে পূর্ব গারোপাহাড়, উত্তর গারোপাহাড়, পশ্চিম খাসিপাহাড় এবং দক্ষিণ পশ্চিম খাসিপাহাড় জেলার বাসিন্দা রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় চারজন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। তাঁরা সকলেই পঞ্চাশোর্ধ। নিহতদের মধ্যে ২ জন পুরুষ এবং ২ জন মহিলা। স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী, করোনায় আক্রান্ত হয়ে মৃতদের মধ্যে ৫৯ বছর বয়সি মহিলা, ৭২ বছর বয়সি পুরুষ, ৬৮ বছর বয়সি পুরুষ এবং ৭৪ বছর বয়সি মহিলা রয়েছেন।

মেঘালয়ে সবচেয়ে বেশি পূর্ব খাসিপাহাড় জেলায় করোনা আক্রান্ত রয়েছেন। ওই জেলায় ১,৬১৫ জন করোনা আক্রান্ত চিহ্নিত হয়েছেন। তার মধ্যে রাজধানী শহর শিলঙের ১,০৫২ জন। গত ২৪ ঘণ্টায় ৩৪ জন সুস্থ হয়েছেন। তাদের নিয়ে এখন পর্যন্ত ৩,৯৭৫ জন কোভিড-১৯ পজিটিভ রোগী সুস্থ হয়েছেন। প্রসঙ্গত, রাজ্যে এখন পর্যন্ত প্রায় ১.৫ লক্ষ নমুনা পরীক্ষা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *