দায়িত্ব শেষ তথাগত রায়ের, ফিরছেন কলকাতায়

কলকাতা, ১৮ আগস্ট (হি. স.) :  গোয়ার রাজ্যপাল সত্যপাল মালিককে মেঘালয়ে পাঠানো হল। রাষ্ট্রপতির সাক্ষরিত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মঙ্গলবার। মেঘালয়ের রাজ্যপালের দায়িত্বে ছিলেন তথাগত রায়। শিলং থেকে তিনি ফিরে আসছেন।

এক সময়ে রাজ্য বিজেপির সভাপতি ছিলেন তিনি। পরে কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পর গেরুয়া রাজনীতিতে তাঁর দীর্ঘ অবদানের পুরস্কার পেয়েছিলেন। ২০১৫ সালে প্রথমে ত্রিপুরার রাজ্যপাল পদে মনোনীত হয়েছিলেন তিনি। পরে মেঘালয়ের রাজ্যপাল করা হয়েছিল তাঁকে।
মঙ্গলবার একটি টুইটে তথাগত রায় লিখেছেন, “সত্যপাল মালিককে শিলংয়ে স্বাগত। তাঁর সঙ্গে কথা হয়েছে। ২০ আগস্ট দায়িত্ব গ্রহণ করবেন তিনি। এখন রাস্তার শেষ দেখা যাচ্ছে।” এই প্রতিবেদককে তথাগতবাবু বলেন, নয়া রাজ্যপাল শপথ নেওয়ার পর কলকাতায় ফিরে আসবেন।

এমনিতে রাজ্যপাল হিসেবে মনোনীত হলেও তথাগতবাবু যে রাজনীতির ঊর্ধ্বে চলে গিয়েছিলেন তা অনেকেই মনে করেন না। বিশেষ করে ত্রিপুরা ও শিলংয়ের রাজভবনে বসে নিয়মিত টুইটে যে ধরনের মন্তব্য করতেন তিনি তা নিয়ে বহুবার বিতর্ক হয়েছে। রাজভবনে বসেই বাংলায় তৃণমূল সরকার ও শাসক দলের বিরুদ্ধে বারবার মন্তব্য করেছেন তিনি। তাঁর সেই সব টুইটে উগ্র হিন্দুত্ববাদী রাজনীতির ইন্ধন ছিল বলে অতীতে অনেকবারই অভিযোগ করেছেন বাম-কংগ্রেস নেতৃত্ব। বিজেপি সূত্রে খবর, একুশের আগে রাজ্য রাজনীতিতে ফেরার তীব্র আগ্রহ রয়েছে তাঁর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *