BRAKING NEWS

করোনা আক্রান্তের সংস্পর্শ, বন্ধ শিলঙের লাড-স্মিত বাজার

শিলং, ২৮ জুলাই (হি.স.) : করোনায় আক্রান্ত ব্যক্তি বাজারে ঘোরাফেরার কারণে মেঘালয়ের রাজধানী শিলঙে লাড-স্মিত বাজার পরবর্তী আদেশ জারি না করা পর্যন্ত বন্ধ করে দিয়েছে পূর্ব খাসিপাহাড় জেলা প্রশাসন। গত ২৩ জুলাই করোনা ভাইরাসে আক্রান্ত জনৈক ব্যক্তিকে ওই বাজারে দোকানদার এবং পথচারীদের সাথে মেলামেশা করতে দেখা গেছে। ওইদিন যারা বাজারে গেছেন তাদের গৃহে একান্তবাসে যাওয়ার নির্দেশ দিয়েছেন জেলাশাসক। শুধু তা-ই নয়, করোনা-র লক্ষণ দেখা দিলে তাদের সঙ্গে সঙ্গে ১০৮ হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পরামর্শ দিয়েছেন তিনি।

এদিকে, মেঘালয়ে এখনও গোষ্ঠী সংক্রমণ হয়নি বলে দাবি করেছে রাজ্য স্বাস্থ্য দফতর। এখন পর্যন্ত মেঘালয়ে ৭৩৮ জন করোনা-য় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ৫৪৭ জন করোনা আক্রান্ত সক্রিয়। ইতিমধ্যে ১৮৬ জন সুস্থ হয়েছেন। তবে করোনা আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যুও হয়েছে। মেঘালয়ে এখন পর্য্ন্ত প্রায় ৩৪,১০০ জনের নমুনা পরীক্ষা হয়েছে, জানা গেছে স্বাস্থ্য দফতর সূত্রে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *