BRAKING NEWS

ধুবড়ি পশ্চিমবঙ্গের ভারত-বাংলা সীমান্তে বিএসএফ-এর হাতে আরও ৮৪টি চোরাই গরু উদ্ধার, বাজেয়াপ্ত নেশাদ্রব্য ও কাপড়, আটক দুই

গুয়াহাটি, ২৮ জুলাই (হি.স.) : বিএসএফ-এর গুয়াহাটি ফ্ৰন্টিয়ারের অধীনস্থ নিম্ন অসমের ধুবড়ি এবং প্রতিবেশী পশ্চিমবঙ্গের ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় পৃথক পৃথক অভিযানে ৮৪টি চোরাই গরু, বিপুল পরিমাণের গাঁজা, কাপড়, এবং অন্য নেশাদ্রব্য বাজেয়াপ্ত করেছে বিএসএফ। এর সঙ্গে গ্রেফতার করা হয়েছে দুজনকে।

মঙ্গলবার এখানে বিএসএফ-এর জনৈক আধিকারিক জানান, গতকাল বেলা প্রায় ১.১৫ মিনিটে প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গে কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানা এলাকার সাইদিলারকুট্টি গ্রামের প্ৰয়াত কালানাথ বৰ্মণের প্রায় ৩৪ বছরের ছেলে কমল বৰ্মনের বসতবাড়িতে পশ্চিমবঙ্গ পুলিশ এবং ১৯২ নম্বর সীমান্ত সুরক্ষা বাহিনী অভিযান চালিয়েছিল। ওই অভিযানে কমলের বাড়ি থেকে ৩১.৮ কেজি গাঞ্জা বাজেয়াপ্ত করা হয়েছে। নেশাদ্রব্য কারবারে জড়িত থাকার অভিযোগে কমল বৰ্মণকে গ্ৰেফতার করা হয়েছে।

তিনি জামান, একই দিন অসমের ধুবড়ি জেলার ঘেওমারি থানা এলাকার ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে জনৈক গরু পাচারকারীকে আটক করা হয়েছে। তার হেফাজত থেকে পাঁচটি গরু উদ্ধার করেছে বিএসএফ। ধৃত গরু পাচারকারীকে জেলার ধুবড়ি থানার অন্তর্গত গাছপাড়া গ্রামের জনৈক ইমান আলি বছর ২২-এর ছেলে শাহাদত মণ্ডল বলে শনাক্ত করা হয়েছে। সে গরুগুলি বাংলাদেশে পাচার করছিল। পরবর্তীতে গরু সহ শাহাদতকে ধুবড়ি থানা কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে।

অন্যদিকে ধুবড়ি জেলা সদর থানা এলাকার শিলঘারি প্ৰথম খণ্ড গ্রামের জনৈক তমিজউদ্দিন আলির ছেলে হাফিজউদ্দিনের ঘর থেকে বিএসএফ এবং পুলিশের যৌথ অভিযানে ৮ বান্ডিলে ৩,৪৬৩টি ফুল পেন্ট এবং ৪৮টি শাড়ি বজেয়াপ্ত করেছে।

আধিকারিকটি জানান, এর আগের দিন রাতে ধুবড়ির ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে ৭৯টি গরু, ৪৫০ শিশি নেশার কফ সিরাপ ফেন্সিডাইল বাজেয়াপ্ত করেছিল বিএসএফ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *