BRAKING NEWS

একদিনে চার লাখেরও বেশি করোনা পরীক্ষা করল ভারত

নয়াদিল্লি, ২৬ জুলাই (হি. স.): করোনা মোকাবিলায় দেশজুড়ে বেড়ে চলেছে পরীক্ষার সংখ্যা। করোনা আক্রান্ত রোগীদের চিহ্নিতকরণের জন্য পরীক্ষা ছাড়া আর কোনও বিকল্প পথ খোলা নেই। ভারতীয় চিকিৎসা বিজ্ঞান গবেষণা পরিষদের তরফ থেকে জানানো হয়েছে যে বিগত ২৪ ঘণ্টায় দেশজুড়ে ৪ লক্ষ ৪২ হাজার ২৬৩ পরীক্ষা করা হয়েছে। যা এখনও পর্যন্ত সর্বাধিক। দেশজুড়ে এখন পর্যন্ত সব মিলিয়ে ১,৬২,৯১,৩৩১ পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার সংখ্যা বাড়ানোর জন্য বৃদ্ধি করা হয়েছে পরীক্ষাগারের সংখ্যা। ভারতের সব মিলিয়ে করোনা পরীক্ষা হচ্ছে ১৩০৭টি  পরীক্ষাগারে । এর মধ্যে সরকারি পরীক্ষাগার হচ্ছে ৯০৫ এবং বেসরকারি পরীক্ষাগারের সংখ্যা ৪০২।

অন্যদিকে এদিন মন কি বাত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করোনা মোকাবিলায় সর্তকতা এবং সচেতনতার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে। মাস্ক পরা, দূরত্ব বৃদ্ধি বজায় রাখা, ঘন ঘন হাত ধোয়ার কথা তিনি ফের উল্লেখ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *