BRAKING NEWS

১৪৫ কিলোমিটার বেগে টেক্সাস উপকূলে আছড়ে পড়ল হ্যারিকেন হান্না

টেক্সাস, ২৬ জুলাই (হি. স.) :  করোনার আক্রমণের  মধ্যেই হ্যারিকেন হান্নায় বিধ্বস্ত আমেরিকার টেক্সাস । শনিবার সন্ধ্যায় টেক্সাস -এর পেডর এলাকায় আছড়ে পড়ে ২০২০ সালে আটলান্টিক সাগরে সৃষ্টি হওয়া প্রথম এই ঘূর্ণিঝড়টি।১৪৫ কিলোমিটার বেগে বয়ে যাওয়া ঝড় ও তার সঙ্গে হওয়া প্রবল বৃষ্টির জেরে টেক্সাসের বিস্তীর্ণ এলাকাজুড়ে ভূমিধসে ঘটনা ঘটেছে। এর ফলে স্তব্ধ হয়ে পড়েছে সেখানকার জনজীবন।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আমেরিকার স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় টেক্সাস -এর পেডর এলাকায় আছড়ে পড়ে ২০২০ সালে আটলান্টিক সাগরে সৃষ্টি হওয়া প্রথম এই ঘূর্ণিঝড়টি। গতিবেগ ছিল ঘণ্টায় ১৪৫ কিলোমিটার। এর জেরে সেখানে প্রবল ঝড়বৃষ্টির পাশাপাশি ভূমিধসও। রবিবার সকাল পাঁচটা নাগাদ ভয়াবহ এই সামুদ্রিক ঝড়টি টেক্সাসের অন্য জায়গাতে প্রকোপ দেখাতে শুরু করে এর ফলে প্রায় সমস্ত পরিষেবাই বন্ধ হয়ে গিয়েছে।

শনিবার সকালেই এই বিষয়ে সতর্কতা জারি করা হয়েছিল টেক্সাসের গর্ভনর গ্রেগ অ্যাবোট  -এর তরফে। তিনি ৩২টি এলাকা ভারী দুর্যোগের সতর্কতা জারি করেছিলেন। এর ফলে বেশিরভাগ মানুষই বাড়ির ভিতরে আশ্রয় নিয়েছিলেন। ফলে হান্নার প্রকোপে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *