কাঠমান্ডু, ২৪ জুলাই (হি.স.): ভয়াবহ বন্যা ও ভূমিধসের কবলে নেপাল। এখনও পর্যন্ত বন্যা ও ভূমিধসের কবলে পড়ে নেপালে প্রাণ হারিয়েছেন ১৩২ জন মানুষ। আহত ১২৮ জন। দেশটির বিপর্যয় মোকাবিলা দফতর এই তথ্য দিয়ে জানিয়েছে এখনও পর্যন্ত বন্যার নিখোঁজ ৫৩ জন । এছাড়া অতিভারী বৃষ্টিপাতে ভূমিধস এবং বন্যায় ক্ষতিগ্রস্ত ৯৯৮ পরিবার।
প্রায় চার পাঁচ দিন ধরেই প্রবল বৃষ্টি হচ্ছে নেপালে। বানভাসি নারায়ণী-সহ একাধিক বড় নদী। বন্যায় ঘরবাড়ি ভেসে যাওয়ায় এখনও পর্যন্ত সরকারি ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন হাজারটিরও বেশি পরিবার। প্রশাসনের তরফে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি বন্যাদুর্গত এলাকায় ত্রাণ কাজ চালানো হচ্ছে বলে জানা গিয়েছে।
জানা গেছে, হিমালয়ের ভূমিকম্পের জেরে সমস্যার মধ্যে পড়তে পারে নেপাল। দেশটি আগামীতে ভূমিকম্পের মুখে পড়তে পারে বলে বেশ কিছু গবেষকে আশঙ্কা করছেন। যার জেরে ক্ষতিগ্রস্ত হতে পারে সেখানকার সম্পদ।