BRAKING NEWS

ফের মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীর, তীব্রতা মাত্র ৩.০, কাঁপল মহারাষ্ট্রও, পালঘর-এ ৩.১ তীব্রতার কম্পন

শ্রীনগর/মুম্বাই, ২৪ জুলাই (হি.স.): ফের হালকা তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীর| শুক্রবার সকালে মৃদু ভূকম্পন অনুভূত হয় জম্মু ও কাশ্মীরের কাটরার কাছে| রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৩.০। ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত কম থাকায় ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি|

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, শুক্রবার সকাল ৫.১১ মিনিট নাগাদ ৩.০ তীব্রতার মৃদু ভূকম্পন কম্পন অনুভূত হয় জম্মু ও কাশ্মীরের কাটরার কাছে| ভূমিকম্পের উৎসস্থল ছিল কাটরা থেকে ৮৯ কিলোমিটার পূর্বে, ভূপৃষ্ঠের মাত্র ৫ কিলোমিটার গভীরে। উল্লেখ্য, জম্মু-কাশ্মীরে মাঝেমধ্যেই হালকা তীব্রতার ভূকম্পন অনুভূত হয়| চলতি মাসেই বহুবার ভূকম্পনে কেঁপে উঠছে জম্মু-কাশ্মীর।

এদিকে, ফের হালকা তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল মহারাষ্ট্রের পালঘর জেলা। বৃহস্পতিবার গভীর রাতে ভূমিকম্পের ঝাঁকুনিতে কেঁপে ওঠে মহারাষ্ট্রের পালঘর জেলা| রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল মাত্র ৩.১| ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত কম থাকায় ভূকম্পনে ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, বৃহস্পতিবার গভীর রাত ১২.২৬ মিনিট নাগাদ ৩.১ তীব্রতার ভূমিকম্পে কেঁপে ওঠে মহারাষ্ট্রের পালঘর জেলা| ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠের মাত্র ৫ কিলোমিটার গভীরে, ১৯.৯৬ উত্তর অক্ষাংশ এবং ৭২.৮৩ পূর্ব দ্রাঘিমাংশ| মৃদু ভূকম্পনে ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি| তবে, ভূমিকম্পের জেরে মহারাষ্ট্রের পালঘর জেলা জুড়ে আতঙ্ক তৈরি হয়|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *