মুম্বই, ১৪ জুলাই (হি. স.): করোনার জেরে জেরবার মুম্বই।ইতিমধ্যেই এই রোগে আক্রান্ত হয়েছেন অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চনের মতন অভিনেতা-অভিনেত্রীরা।সম্প্রতি বান্দ্রার বেন্ড স্ট্যান্ডের কাছে অবস্থিত বর্ষীয়ান অভিনেত্রী রেখার বাসভবনের নিরাপত্তাকর্মীর শরীরে করোনা সংক্রমণ মিলেছিল।
এরপর স্থানীয় পৌরসভার তরফ থেকে রেখার বাসভবনটিকে কনটেইনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করে সিল করে দেওয়া হয়েছিল। মঙ্গলবার সকালে রেখার বাসভবনে এসে বর্ষীয়ান অভিনেত্রী লালা রসের নমুনা সংগ্রহ করতে চায় পৌর কর্মীরা। কিন্তু কোনও করোনা পরীক্ষা করবেন না বলে রেখা স্পষ্ট জানিয়ে দিয়েছেন। ফলে স্থানীয় পৌরসভার পৌর কর্মীরা ঘটনাস্থল থেকে ফিরে আসে। পৌরসভার মুখ্য স্বাস্থ্য অফিসার সঞ্জয় ফাগে জানিয়েছেন, রেখার বাংলোর নিরাপত্তার দায়িত্বে থাকা এক কর্মীর শরীরে করোনা সংক্রমণ পাওয়া গিয়েছিল।ওই অঞ্চলে থাকা আরও চারটি বাংলোর নিরাপত্তার দায়িত্বে থাকা অন্যান্য কর্মীদের শরীরও মিলেছে করোনা।
এরপরই পুরসভার স্বাস্থ্যকর্মীরা রেখার বাসভবনে গিয়ে বর্ষীয়ান অভিনেত্রী, তার ম্যানেজার ও কর্মীদের করোনা পরীক্ষা করাতে গিয়েছিল।কিন্তু বাংলোর প্রধান ফটক খুলতে অস্বীকার করে রেখা।রেখার ম্যানেজার জানিয়েছেন বাংলা ওর ভেতরে তার সমস্ত কর্মী এবং অভিনেত্রী নিজে সুস্থ রয়েছেন।রেখা এবং অন্যান্য কর্মীরা বাংলার বাইরে কখনো বেরোয়নি।ফলে বাংলোটি শোধন করার কোন প্রয়োজন নেই।ফলে পুরো কর্মীরা বাংলোর বাইরে শোধনের কাজ করে ফিরে আসে।