BRAKING NEWS

বকেয়া কর আদায়ে ৩০ শতাংশ ছাড় সংবলিত নয়া প্রকল্পে অনুমোদন মেঘালয় মন্ত্রিসভার

শিলং, ১০ জুলাই (হি.স.) : কর সংগ্রহে জোর দিয়েছে মেঘালয়। তাই কর ছাড়ে নতুন প্রকল্পে মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। ১৫২ কোটি টাকা কর সংগ্রহে ৩০ শতাংশ ছাড় দেবে রাজ্য সরকার।

দেশের মধ্যে এই প্রথম কর ছাড়ে প্রকল্প এনে চমক দিয়েছে বলে দাবি রাজ্য সরকারের। মেঘালয় ট্যাক্স অ্যামেনেস্টি স্কিম-এর অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। রাজ্যে ৮০৫ জন করদাতা দীর্ঘ দিন ধরে কর দিচ্ছেন না। তাতে প্রায় ১৫২ কোটি টাকা কর আদায় বকেয়া রয়েছে। ওই প্রকল্প অনুযায়ী ৬ মাস সময়ের মধ্যে বকেয়া কর মিটিয়ে দেওয়া হলে ৩০ শতাংশ ছাড় মিলবে।

মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমা সতর্ক করে বলেন, করদাতারা ছয় মাসের মধ্যে বকেয়া কর মিটিয়ে না দিলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তাঁর সাফ কথা, করদাতাদের একবারই এই সুযোগ দেওয়া হবে। রাজ্যের ট্যাক্স কমিশনার অরুণ কেম্ভাবি দাবি করেন, এ-ধরনের প্রকল্প দেশের মধ্যে প্রথম মেঘালয় সরকার এনেছে। তাঁর কথায়, এই প্রকল্প বিভিন্ন কর আইনের অধীনে সমস্ত অপ্রত্যক্ষ করের জন্য আনা হয়েছে।

তিনি বলেন, এই প্রকল্প আনার পেছনে অন্যতম কারণ কর দাতাদের কাছ থেকে সহজে বকেয়া আদায়। কারণ, এমন অনেক করদাতা রয়েছেন, তাঁদের কাছ থেকে বকেয়া আদায় দীর্ঘ সময়ের প্রয়োজন। তাই, ছাড় দিয়ে বকেয়া আদায়ে দ্রুত এবং সহজ হবে। তাতে করদাতারা সমস্ত দেনা মিটিয়ে ২০২১ সাল নতুন করে শুরু করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *