ফের ভূমিকম্পে কাঁপল জম্মু-কাশ্মীর, তীব্রতা ৪.৪

শ্রীনগর, ২৭ জুন (হি.স.): ফের ভূমিকম্পে কেঁপে উঠল কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর। শনিবার দুপুরে ৪.৪ তীব্রতার ভূমিকম্পে কেঁপে ওঠে জম্মু-কাশ্মীর। হালকা তীব্রতার ভূমিকম্প অনুভূত হয় জম্মু ও কাশ্মীরের হানলে থেকে ৩৩২ কিলোমিটার উত্তর-পূর্বে।

কাশ্মীর প্রশাসন সূত্রের খবর,  শনিবার দুপুর ২.৩১.২৪ মিনিট নাগাদ ৪.৪ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় জম্মু ও কাশ্মীরে। ভূকম্পন টের পাওয়া যায় জম্মু ও কাশ্মীরের বিভিন্ন প্রান্তে। তবে, ভূকম্পনে ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্প অনুভূত হয় জম্মু ও কাশ্মীরের হানলে থেকে ৩৩২ কিলোমিটার উত্তর-পূর্বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *