রাজ্যে নতুন করোনা আক্রান্ত ৩২, সুস্থ ১২২

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জুন৷৷ একদিনের বিরাম শেষে আজ ত্রিপুরায় নতুন করে ৩২ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে৷ তাঁদের মধ্যে ২৪ জনের ভ্রমণ ইতিহাস রয়েছে এবং বাকিদের করোনা আক্রান্তের সংস্পর্শে গিয়ে সংক্রমিত হয়েছেন৷ ত্রিপুরায় এখন পর্যন্ত ১২৯৬ জন করোনা আক্রান্ত হয়েছেন৷ এদিকে, আজ ১২২ জন করোনা আক্রান্ত সুস্থ হওয়ায় তাদের ছুটি দেওয়া হয়েছে৷


আজ রাতে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব টুইট বার্তায় বলেন, ১১৪১টি নমুনা পরীক্ষায় ৩২ জনের কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে৷ তিনি জানান, আজ করোনা আক্রান্ত-দের মধ্যে খোয়াই জেলায় ১৫ জন, দক্ষিণ জেলায় ১০ জন, সিপাহীজলা জেলায় ৪ জন এবং পশ্চিম, উত্তর এবং ধলাই জেলায় ১ জন করে বাসিন্দা রয়েছেন৷


এদিকে, আজ ১২২ জনের কোভিড-১৯ রিপোর্ট নেগেটিভ এসেছে৷ তাই, তাদের ছুটি দেওয়া হয়েছে৷ জানা গেছে, সাগর মহল কোভিড কেয়ার সেন্টার থেকে ৬০ জন, বাধারঘাট স্পোর্টস হোস্টেল থেকে ৫৭ জন, উদয়পুর পিআরটিআই থেকে ৩ জন এবং ভগৎ সিং যুব আবাস কোভিড কেয়ার সেন্টার থেকে ২ জন-কে ছুটি দেওয়া হয়েছে৷


প্রসঙ্গত, ত্রিপুরায় এখন পর্যন্ত ১২৯৬ জন করোনা আক্রান্ত হয়েছেন৷ তাদের মধ্যে বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ২৬৯ জন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *