অসম ও অরুণাচল প্রদেশে সেনা পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণের গোলাবারুদ উদ্ধার, আটক তিন উগ্রপন্থী

গুয়াহাটি, ১৫ জুন (হি.স.) : নিম্ন অসমের চিরাং জেলায় সেনা ও পুলিশের দ্বিতীয় দফার যৌথ অভিযানে ফের বিপুল পরিমাণের গোলাবারুদ উদ্ধার হয়েছে। এছাড়া উজান অসমের তিনসুকিয়া জেলার মাৰ্ঘেরিটা মহকুমার সীমান্তবর্তী অরুণাচল প্ৰদেশে তিন আলফা সদস্যকে গ্রেফতারের পাশাপাশি কয়েকটি আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক সামগ্ৰী বাজেয়াপ্ত করেছে আধাসেনা।

প্রাপ্ত খবরে প্রকাশ, বোড়োল্যান্ড টেরিটরিয়াল এরিয়া ডিস্ট্রিক্ট (বিটিএডি)-এর অন্তর্গত চিরাঙের রিজার্ভ ফরেস্টে অভিযান চালিয়ে সেনা পুলিশের যৌথ বাহিনী বিপুল পরিমাণের গোলাবারুদ উদ্ধার করেছে। গোপন তথ্যের ভিত্তিতে গত ১২ দিন ধরে সেনা ও পুলিশ যৌথভাবে লাগাতার অভিযান চালিয়েছিল ওই রিজার্ভ ফরেস্টের ঘন জঙ্গলে। অবশেষে অভিযানকারী দলটি মাটি খুঁড়ে বিপুল পরিমাণের বিস্ফোরক, গ্ৰ্যানেড ও আরপিজি বোমা উদ্ধার করেছে। তবে গোলাবারুদগুলি কোন জঙ্গি সংগঠন মাটির নীতে লুকিয়ে রেখেছিল তা এখনও নিশ্চিত হতে পারেনি সেনা পুলিশের যৌথবাহিনী।  

এদিকে, তিনসুকিয়া জেলার মাৰ্ঘেরিটা মহকুমার সীমান্তবর্তী অরুণাচল প্ৰদেশে তিন আলফা সদস্যকে আটক করেছে ৬ নম্বর আসাম রাইফেলস ব্যাটালিয়ন। ধৃতদের যথাক্ৰমে পেঙেরি টকৌপথার গ্ৰামের স্বয়ম্ভু সাৰ্জেন্ট মেজর রাজেশ ওরফে রাজ অসম, সাৰ্জেন্ট দহোতিয়া ওরফে বজ্ৰ অসম এবং ডুমডুমা বিষ্ণুপুর গ্ৰামের কৰ্পোরেল রাজু মরান ওরফে গম্বে অসম বলে পরিচয় পাওয়া গেছে। তাদের হেফাজত থেকে দুটি বিদেশে তৈরি পিস্তল, তিনটি ম্যাগাজিন, আটটি সক্ৰিয় গুলি সমেত কিছু বিস্ফোরক সামগ্ৰী বাজেয়াপ্ত করেছে আধাসেনা। ধৃত তিন আলফা সদস্য নাকি তাদের স্বীকারোক্তিতে বলেছে, তারা মায়ানমার শিবির থেকে পালিয়ে এসেছে। তিন আলফা স্বাধীন সদস্যকে খোনসা পুলিশের হাতে সমঝে দিয়েছে আসাম রাইফেলস কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *