নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ মার্চ৷৷ বৃহস্পতিবার মেলাঘর ও সোনামুড়া মহকুমা হাঁসপাতালে যান পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ প্রতিমা ভৌমিক৷ কথা বলেন হাঁসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের সাথে৷ করোনা ভাইরাস মোকাবেলায় চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা সমগ্র দেশের পাশাপাশি রাজ্যেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে৷
জীবনের ঝুকি নিয়ে তারা কাজ করছে৷ তাই তাদের সুরক্ষার বিষয়টি মাথায় রেখে এইদিন সাংসদ প্রতিমা ভৌমিক সোনামুড়া মহকুমা হাঁসপাতাল ও মেলাঘর হাঁসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের জন্য হ্যান্ড গ্লাভস ও মাস্ক প্রদান করেন৷ পাশাপাশি হাঁসপাতালের চতুর্দিক পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য ব্লিচিং পাউদার প্রদান করেন৷ সাংসদ প্রতিমা ভৌমিক এক সাক্ষাৎকারে জানান যারা স্বাস্থ্য পরিষেবার সাথে যুক্ত তাদেরকে অগ্রাধিকারের মাধ্যমে হ্যান্ড গ্লাভস ও মাস্ক প্রদান করা হচ্ছে৷
পর্যায়ক্রমে আরক্ষা কর্মী ও সংবাদ মাধ্যমের কর্মীদেরও তা দেওয়ার কাজ চলছে৷ সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে চলার বার্তা দেন তিনি৷ সোনামুড়া মহকুমা হাঁসপাতাল, মেলাঘর হাঁসপাতাল ছাড়াও সাংসদ প্রতিমা ভৌমিক এইদিন ধনপুর হাঁসপাতাল, কাঁঠালিয়া সামাজিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের জন্য হ্যান্ড গ্লাভস ও মাস্ক প্রদান করেন৷ সাংসদ প্রতিম ভৌমিকের এই উদ্যোগে খুশি সংশ্লিষ্ট হাঁসপাতাল গুলির চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা৷