নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ মার্চ৷৷ করোনা ভাইরাস সংক্রমণ রুখতে রাজ্য দেশ জুড়ে লাগু রয়েছে লক ডাউন৷ একই সাথে জারি রয়েছে কারফিউ৷ কিন্তু একাংশ অতি উৎসাহী লোক বুধবারের পর বৃহস্পতিবারও বিনা প্রয়োজনে রাস্তায় বেরিয়ে পরে৷ স্বাভাবিক ভাবেই এইদিনও রাস্তায় নামতে হয় আরক্ষা প্রশাসনকে৷ রাজধানীর রাজ পথে এই চিত্র পরিলক্ষিত হয়৷
এইদিন সকাল থেকে কিছু কিছু লোক দ্বিচক্রযান ও ছোট বড় যান বাহন নিয়ে রাস্তায় বেরিয়ে পরে৷ ফলে বাধ্য হয়ে আরক্ষা প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করে৷ রাজধানীর বিভিন্ন রাজপথে টহলদারি চালায় পুলিস ও টিএসআর বাহিনী৷ বিনা প্রয়োজনে যারা রাস্তায় বেরিয়েছে তাদের বিরুদ্ধে আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হয়৷ রাজধানীর বিভিন্ন বাজার গুলিতে সকাল থেকে যে ভিড় লক্ষ্য করা যায় তা নিয়ন্ত্রনে আনা হয়৷ সামাজিক দূরত্ব বজায় রেখে পণ্য সামগ্রী ক্রয়ের জন্য ক্রেতাদের সচেতন করা হয়৷ বিক্রেতাদের সামাজিক দূরত্ব বজায় রাখার পরামর্শ দেওয়া হয়৷ বিনা প্রয়োজনে রাস্তায় বেরিয়েছে এমন বহু লোককে আটক করা হয়েছে৷ বিনা প্রয়োজনে রাস্তায় বেরিয়ে পড়া কিছু কিছু যানবাহনও আটক করা হয়৷ শহর আগরতলায় খোদ জেলার অতিরিক্ত পুলিস সুপার অমিতাভ পাল রাস্তায় নামেন৷
তিনি জানান লক ডাউন চলছে সমগ্র রাজ্যে৷ তা যেন সকলে মানে তার চেষ্টা চালানো হচ্ছে৷ অপ্রয়োজনে লোক যেন বাড়ি থেকে বের না হয় এবং অপ্রয়োজনে যেন কোথাও লোক জড় না হয় সেইদিকে পুলিশের পক্ষ থেকে নজর রাখা হচ্ছে৷ যে উদ্দেশ্যে লক ডাউন করা হয়েছে, সেই উদ্দেশ্য যেন সফল হয় তার চেষ্টা চলছে৷ তিনি আরও জানান বৃহস্পতিবার যারা বাড়ি থেকে বের হয়েছেন তারা বিশেষ কারনে বাড়ি থেকে বের হয়েছেন৷ বিনা প্রয়োজনে যারা বাড়ি থেকে বের হয়েছে তাদের বিরুদ্ধে আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি৷