নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ মার্চ৷৷ মঙ্গলবার সাতসকালে উত্তর-পূর্বাঞ্চলে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত এক রোগিণী চিহ্ণিত হয়েছেন৷ মণিপুরের বছর ২৩-এর ওই মেয়ে ইউকে থেকে এসেছেন৷ তাঁর কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে৷ আরও নিশ্চিত হওয়ার জন্য তাঁর রক্তের নমুনা পুণেতে পাঠানো হয়েছে৷
ওই ঘটনা দুঃশ্চিন্তা বাড়িয়েছে ত্রিপুরারও৷ কারণ, মেয়েটি কলকাতা থেকে আগরতলা হয়ে ইমফল গিয়েছেন৷ অবশ্য, আগরতলা বিমানবন্দরে তিনি নামেননি৷ কিন্তু তাঁর সহযাত্রীরা আগরতলায় নেমেছেন৷ আবার, কয়েকজন তাঁর সাথে ওই বিমানে ইমফল গিয়েছেন৷ সম্ভবত আবার আগরতলায় ফিরে এসেছেন৷ ত্রিপুরা সরকার ইতিমধ্যে ওই বিমানের সমস্ত যাত্রীদের তালিকা সংগ্রহ করেছে৷ তাঁদের চিহ্ণিত করার কাজ চলছে৷ ত্রিপুরার মুখ্যমন্ত্রী স্বাস্থ্য দফতর এবং পুলিশ প্রশাসনের সাথে ওই পরিস্থিতি মোকাবিলায় জরুরি বৈঠকে বসেছেন৷
গত ২১ মার্চ এয়ার এশিয়া-র বিমানে কলকাতা থেকে আগরতলা হয়ে ইমফল গিয়েছেন বছর ২৩-এর এক কিশোরী৷ সাথে তাঁর ভাই ওই বিমানেই ভ্রমণ করেছেন৷ গত ১৯ মার্চ তাঁরা ইউকে (লন্ডন) থেকে দিল্লি আসেন৷ সেখান কলকাতায় এবং কলকাতা থেকে ইমফল গিয়েছেন৷ বাড়ি পৌঁছনোর পর ওই যুবতী অসুস্থতা অনুভব করেন৷ গত ২৩ মার্চ তিনি জেএনআইএমএস হাসপাতালে ভর্তি হন৷ আজ সকালে তাঁর কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে বলে নিশ্চিত করেছেন মণিপুরের স্বাস্থ্য অধিকর্তা কে রাজু সিং৷ তিনি জানিয়েছেন, আরও নিশ্চিত হওয়ার জন্য ওই কিশোরীর রক্তের নমুনা পুণেতে পাঠানো হয়েছে৷ তিনি জানিয়েছেন, ওই যুবতীর পরিবারের অন্য সদস্যদের আইসোলেশনে নেওয়া হয়েছে৷
এদিকে, করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর বিমানে আগরতলা হয়ে ইমফল যাওয়ার ঘটনায় চিন্তিত ত্রিপুরা সরকার৷ আগরতলার এমবিবি বিমানবন্দর অথরিটির জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, উত্তর-পূর্বাঞ্চলের প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত যাত্রী এয়ার এশিয়া-র বিমানে ভ্রমণ করেছেন৷ ওই বিমানে মোট ৭৩ জন যাত্রী আগরতলায় নেমেছেন৷ ওই যুবতীর কাছাকাছি বসেছেন এমন ১০ জন যাত্রীকেও চিহ্ণিত করে সমস্ত তালিকা ত্রিপুরা সরকারের কাছে পাঠানো হয়েছে৷ তিনি বলেন, ওই যাত্রী বিমানের ২৩ নম্বর সারিতে বসেছিলেন৷ তাঁর পাশের সিটে বসা যাত্রী আগরতলায় নেমেছেন৷ অন্য আরেক যাত্রী আগরতলা থেকে ইমফল গিয়েছেন৷
কোভিড-১৯ নোডাল অফিসার ডা. দ্বীপ দেববর্মা জানিয়েছেন, ত্রিপুরা সরকার পরিস্থিতির ওপর কঠোর নজরদারি রেখেছে৷ বিমান যাত্রী নিয়ে পরিস্থিতি মোকাবিলায় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে বিশেষ জরুরি বৈঠক চলছে৷