BRAKING NEWS

করোনা : রাজ্যে খুলল ইমার্জেন্সি রেসপন্স সাপোর্ট সিস্টেমে কন্ট্রোল রুম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ মার্চ৷৷ ত্রিপুরায় করোনা ভাইরাস সংক্রমণ সম্পর্কিত তথ্যাদির জন্য ইমার্জেন্সি রেসপন্স সাপোর্ট সিস্টেমে কন্েন্টাল রুম খোলা হয়েছে৷ রাজ্যভিত্তিক এই কন্েন্টাল রুমের নম্বর ১১২৷

মঙ্গলবার মহাকরণে সাংবাদিক সম্মেলনে মুখ্যসচিব মনোজ কুমার জানান, এই কন্েন্টাল রুমটির সাথে জেলা কন্েন্টাল রুমের যোগাযোগ সাধিত হবে৷ তার জন্য প্রত্যেক জেলাশাসক, মহকুমাশাসক, বিডিও-দের কন্েন্টাল রুম খুলে তা জনসাধারণের জন্য প্রচার করতে এক নির্দেশনামায় বলা হয়েছে৷


এদিকে স্টেট সার্ভেইলেন্স অফিসার ডা. দ্বীপ কুমার দেববর্মা জানান, রাজ্যে করোনা ভাইরাস রোগীদের চিকিৎসার জন্য ৬ সদস্য বিশিষ্ট একটি স্টেট টেকনিক্যাল অ্যাডভাইজারি টিম গঠন করা হয়েছে৷ এই টিমে চিকিৎসার সাথে জড়িত বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের রাখা হয়েছে৷ এই টেকনিক্যাল টিমটি দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সের বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথে চিকিৎসা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *