BRAKING NEWS

রাজ্যে অবৈধভাবে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের স্বদেশে ফেরত পাঠানো হচ্ছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ মার্চ৷৷ ত্রিপুরায় অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের খুঁজে বের করে বাংলাদেশ ফেরত পাঠানো হচ্ছে৷ তাঁরা অবৈধভাবে ত্রিপুরায় অবস্থান করছেন৷ মোহনপুর মহকুমার হরিনাখোলার এক বাড়ি থেকে উদ্ধারকৃত চার বাংলাদেশি নাগরিককে আজ স্থানীয় জনগণ বাংলাদেশে ফেরত পাঠিয়েছেন৷ শুধু মোহনপুর নয়, সারা ত্রিপুরায় এই অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী রতন লাল নাথ৷


ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব গতকাল সাংবাদিক সম্মেলনে সীমান্তে বাংলাদেশি নাগরিকদের যাতায়াত নিয়ে গভীর চিন্তা ব্যক্ত করেছিলেন৷ কারণ, উন্মুক্ত সীমান্ত দিয়ে প্রতিনিয়ত বাংলাদেশি নাগরিকদের যাতায়াত হচ্ছে৷ অনেকে চিকিৎসার জন্য ত্রিপুরায় আসছেন৷ ত্রিপুরাবাসী তাদের আশ্রয় দেন৷ তাঁদের খুঁজে বের করার জন্য গতকালই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷


মোহনপুর বিধানসভা কেন্দ্রে ইটভাট্টায় প্রচুর বাংলাদেশি নাগরিক কাজ করেন৷ তাদেরকেও চিহ্ণিত করা শুরু হয়েছে৷ অবশ্য ত্রিপুরার বিভিন্ন প্রান্তে ইটভাট্টাগুলিতে বাংলাদেশি শ্রমিক রয়েছেন৷ আজ মোহনপুর বিধানসভা কেন্দ্রের অধীন হরিনাখোলা এলাকায় এক বাড়িতে চারজন বাংলাদেশি নাগরিককে উদ্ধার করেন স্থানীয় জনগণ৷ পঞ্চায়েত প্রধানের নেতৃত্বে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে৷ তেমনি, সেকেরকোট ও আমতলি এলাকায় বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিককে আটক করে বাংলাদেশ ফেরত পাঠানো হয়েছে৷


মূলত, বাংলাদেশেও করোনা ভাইরাস থাবা বসিয়েছে৷ সে-ক্ষেত্রে করোনা ভাইরাসে আক্রান্ত কোনও বাংলাদেশি নাগরিক ত্রিপুরায় আসতে কিংবা থাকতে না পারেন, তা সুনিশ্চিত করার জন্যই ওই অভিযান শুরু হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *