গুয়াহাটি, ২৪ মার্চ (হি.স.) : সন্ধ্যা ছয়টা বাজার সঙ্গে সঙ্গে অসমে বলবৎ হয়ে গেছে লকডাউন। রাজধানী গুয়াহাটি-সহ রাজ্যের বিভিন্ন জেলা ও অঞ্চলে পুলিশ ও নিরাপত্তা বাহিনী মাইকযোগে রাস্তাঘাট খালি করে পথচলতি মানুষকে নিজের নিজের ঘরে ফিরে যেতে অনুরোধ জানাচ্ছে। লাঠি উঁচিয়ে কয়েকটি বেপরোয়া দোকানের শাটার বন্ধ করতে হয়েছে পুলিশকে। এমন দৃশ্য গুয়াহাটির কয়েকটি এলাকায় সন্ধ্যার ছয়টার পর দেখা গেছে।
গতকাল সন্ধ্যায় সরকারিভাবে আজ, ২৪ মার্চ সন্ধ্যা ছয় (৬:০০)-টা থেকে অসমে লকডাউন ঘোষণা করেছিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। লকডাউন বলবৎ থাকবে ৩১ মার্চ মধ্যরাত ১২:০০টা পর্যন্ত। তিনি জানিয়েছিলেন কোভিড-১৯ (নোভেল করোনা ভাইরাস) সংক্রমণের বিভীষিকা ঠেকাতে এই কড়া পদক্ষেপ নিতে হয়েছে সরকারকে। তিনি আরও জানিয়েছেলন, লকডাউনের সময়কালে রাজপথে বেরোতে পারবেন না কেউ। মন্দির-মঠ, মসজিদে জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। লকডাউনের বিধি লঙ্ঘন করলে প্ৰাথমিকভাবে ৬ মাস এবং পরবর্তীতে পরিস্থিতি পর্যালোচনা করে ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ভিন্ন ভিন্ন ধারা বলে ২ বছর কারাদণ্ড হবে বলে সবাইকে সতর্ক করে দিয়েছিলেন মন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।
এদিকে জনতা ভবনের এক শীর্ষ সূত্রের খবর, রাজ্যের কোনও এলাকায় লকডাউনের বিধিনিষেধ যথার্থভাবে মানা হচ্ছে না বলে যদি দেখা যায়, তা হলে প্রয়োজনবোধে সরকার সংশ্লিষ্ট এলাকা বিশেষে কার্ফু জারি করতে বাধ্য হবে। তবু মারণ সংক্রমণ কোভিড-১৯ থেকে মানুষকে রক্ষা করতে হবে।