নয়াদিল্লি, ২৩ মার্চ (হি.স.) : এবার ব্ন্ধ হচ্ছে আন্তরাজ্য যাত্রী বিমান চলাচল | মঙ্গলবার মধ্যরাত থেকে দেশের ভিতরে সব যাত্রী বিমান চলাচল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল। সরকারি নির্দেশিকায় বলা হয়েছে ২৪ এপ্রিল রাত ১২টা থেকে দেশের শহর থেকে শহরে সব বাণিজ্যিক, যাত্রী বিমান আসা-যাওয়া বন্ধ থাকছে।
বিমান কোম্পানিগুলিকে বলা হয়েছে, কাল রাত ১২টার আগে যাতে সব বিমান নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে পারে, তা তাদের সুনিশ্চিত করতে হবে। এই বিধিনিষেধ কার্যকর হবে না শুধুমাত্র মালপত্র, পণ্য সরবরাহকারী বিমান সংস্থাগুলির ক্ষেত্রে।
করোনাভাইরাস আক্রান্তদের বিদেশযাত্রার যোগ থাকায় বাইরে থেকে সংক্রামিত হয়ে দেশে ফিরছেন লোকজন, তাদের থেকে তা ছড়াতে পারে, এমন আশঙ্কায় রবিবার আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ করে কেন্দ্র। এবার মঙ্গলবার মধ্যরাত থেকে দেশের ভিতরে সব যাত্রী বিমান চলাচল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল।