BRAKING NEWS

করোনায় রোধে ভিড় এড়াতে প্ল্যাটফর্ম টিকিটের ভাড়া বাড়াল রেল

নয়াদিল্লি, ১৭ মার্চ (হি.স.) : করোনা রোধে রেল স্টেশনে ভিড় না হতে দেওয়ার জন্য অভিনব পদক্ষেপ। বাড়িয়ে দেওয়া হল প্ল্যাটফর্ম টিকিটের দাম। এই ধরণের টিকিটের জন্য আগে ১০ টাকা দিতে হতো। এখন তা বাড়িয়ে করা হল ৫০ টাকা। প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে স্টেশন চত্বরে অনাবশ্যক ভিড় এড়ানোর জন্য এই পদক্ষেপ নিয়েছে রেল।

পশ্চিম রেলওয়ের নির্দেশিকা অনুযায়ী মুম্বই, আহমেদাবাদ, রতলাম, রাজকোট, ভাবনগর, ভদোদরা সহ ছয়টি ডিভিসনের গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে প্ল্যাটফর্ম টিকিটের দাম ৫০ টাকা করা হয়েছে। পশ্চিম রেলওয়েতে সব মিলিয়ে ৭৫৮টি স্টেশন রয়েছে। তার মধ্যে ৪৫০টি হচ্ছে গুরুত্বপূর্ণ স্টেশন। এর মধ্যে ২৫০টি স্টেশনের বাড়ানো হয়েছে প্ল্যাটফর্ম টিকিটের দাম। পশ্চিম রেলওয়ের দেখাদেখি সেন্ট্রাল রেলওয়েরও প্ল্যাটফর্ম টিকিটিতের দাম বাড়িয়ে দিয়েছে। রেলওয়ে বোর্ডের কার্যকারী নির্দেশক রাজেশ দত্ত বাজপেয়ী জানিয়েছেন, স্টেশনে ভিড় এড়ানোর জন্য প্ল্যাটফর্ম টিকিটের মূল্যবৃদ্ধির এক্তিয়ার রয়েছেন ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারের। ভিড় কমানোর জন্য এটি বড় পদক্ষেপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *