BRAKING NEWS

পূর্ত ঘোটালা : আরও দুই অবসরপ্রাপ্ত আধিকারিককে ওয়াই পি সিংয়ের মুখোমুখি বসাবে ক্রাইম ব্রাঞ্চ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ মার্চ৷৷ রাজ্যের সর্ববৃহৎ আর্থিক কেলেঙ্কারি পূর্ত ঘোটালায় আরও দুই প্রাক্তন আমলাকে ধৃত প্রাক্তন মুখ্যসচিব ওয়াইপি সিঙের মুখোমুখি বসিয়ে জেরা করবে ক্রাইম ব্রাঞ্চ৷ তাই, ত্রিপুরা হাইকোর্টে ওয়াই পি সিঙের জামিন মামলায় ওই আবেদনে আরও সাতদিন সময় চাওয়া হয়েছে৷ উচ্চ আদালত ওই আবেদন মঞ্জুর করে পরবর্তী শুনানির দিন ২০ মার্চ ধার্য করেছে৷


এ-বিষয়ে প্রাক্তন মুখ্যসচিব ওয়াইপি সিঙের আইনজীবী পীযূষকান্তি বিশ্বাস বলেন, তৎকালীন সময়ে মন্ত্রিসভাকে তাঁর মক্কেল অবগত করেছিলেন, তার প্রমাণ হিসেবে ফাইলে প্রধান সচিব এ কে মনগোত্রা এবং মুখ্যসচিব শশী প্রকাশের স্বাক্ষর রয়েছে৷ উচ্চ আদালত গত ১৫ নভেম্বর এ-বিষয়টি যাচাই করার নির্দেশ দিয়েছিল৷ কিন্তু, ক্রাইম ব্রাঞ্চ কোনও পদক্ষেপ নেয়নি৷ অথচ, ক্রাইম ব্রাঞ্চ এখন ওই প্রাক্তন আধিকারিকদের স্বাক্ষর যাচাই করতে চাইছে৷ তাঁর দাবি, ওয়াই পি সিংকে অযথা জেল হেফাজতে রাখার জন্যই ক্রাইম ব্রাঞ্চ নানা ফন্দি-ফিকির করছে৷


তিনি বলেন, জামিনের বিরোধিতায় ক্রাইম ব্রাঞ্চের বক্তব্যের সাথে আদালত একমত হতে পারেনি৷ তবে, ঊর্ধতন কর্তৃপক্ষের স্বাক্ষর যাচাই করার জন্য সময় চেয়েছে৷ আদালত ক্রাইম ব্রাঞ্চের আবেদন মঞ্জুর করেছে৷ এদিকে পিপি রতন দত্ত জানিয়েছেন, পূর্ত ঘোটালায় ধৃত পূর্ত দফতরের প্রাক্তন প্রধান সচিব তথা প্রাক্তন মুখ্যসচিব ওয়াই পি সিং ২৬ দিন ধরে জেল হেফাজতে রয়েছেন৷ আজ ত্রিপুরা হাইকোর্টে বিচারপতি অরিন্দম লোধের বেঞ্চে তাঁর জামিনের আবেদনের শুনানি হয়েছে৷


তিনি বলেন, ক্যাবিনেট মেমো-তে তৎকালীন প্রধান সচিব এ কে মনগোত্রা এবং মুখ্যসচিব শশী প্রকাশের স্বাক্ষর রয়েছে৷ এখন তাঁদের জেরা করবে ক্রাইম ব্রাঞ্চ৷ তাঁর কথায়, আদালতে জানানো হয়েছে, ওই দুই অবসরপ্রাপ্ত আধিকারিকের ঠিকানা বের করেছে ক্রাইম ব্রাঞ্চ৷ তাঁদের নোটিশ পাঠানো হবে এবং ক্রাইম ব্রাঞ্চ ওয়াই পি সিঙের মুখোমুখি বসিয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করবে৷ তাঁরা কেন স্বাক্ষর করেছিলেন সে বিষয়টি স্পষ্ট হওয়া জরুরি বলে মনে করা হচ্ছে৷ তাই, আরও সাতদিনের সময় দেওয়ার জন্য আদালতে আবেদন জানানো হয়েছিল৷ উচ্চ আদালত সেই আবেদন মঞ্জুর করেছে৷ সে অনুযায়ী পরবর্তী শুনানি ২০ মার্চ ধার্য হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *