রায়পুর, ১৪ মার্চ (হি.স.): মাওবাদী হামলায় ফের রক্তাক্ত হল ছত্তিশগড়| ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত বস্তার জেলায় মাওবাদীদের সঙ্গে গুলির লড়াই চলাকালীন প্রাণ হারিয়েছেন ছত্তিশগড় আর্মড ফোর্স (সিএএফ)-এর দু’জন হেড কনস্টেবল| এছাড়াও একজন জওয়ান গুরুতর আহত হয়েছেন| বস্তার জেলার মারডুম এলাকার ঘটনা|
ছত্তিশগড় পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার বস্তার জেলার মারডুম এলাকায় ছত্তিশগড় আর্মড ফোর্স এবং মাওবাদীদের মধ্যে গুলির লড়াই শুরু হয়|মাওবাদীদের অতর্কিত হামলায় দু’জন সিএএফ হেড কনস্টেবলের মৃতু্য হয়েছে| গুরুতর আহত হয়েছেন আরও একজন জওয়ান| ওই জওয়ানকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে| শেষ পাওয়া খবর অনুযায়ী-গুলির লড়াই চলাকালীন মাওবাদীরা পালিয়ে যেতে সক্ষম হয়|
বস্তার রেঞ্জের ইন্সপেক্টর জেনারেল পি সুন্দররাজ জানিয়েছেন, ‘মাওবাদীদের ঘটানো আইইডি বিস্ফোরণে সিএএফ-এর দুই জওয়ান উপেন্দ্র সাহু এবং দেবেন্দ্র সিং নিহত হয়েছেন। সামান্য আঘাতপ্রাপ্ত হয়েছেন এক সিআরপিএফ জওয়ান।’
তিনি জানিয়েছেন, বিস্ফোরণের পরে গভীর জঙ্গলের মধ্যে ওই জায়গায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী পাঠানো হয়েছে। বিস্ফোরণের পরে জঙ্গিদের নিশানা করে সিআরপিএফ ও সিএএফ-এর যৌথ বাহিনী প্রত্যাঘাত হানলে জঙ্গলের ভিতরে গা-ঢাকা দেয় মাওবাদীরা। ঘটনায় খোয়া গিয়েছে বাহিনীর হেফাজতে থাকা দু’টি একে-৪৭ রাইফেল, জানিয়েছেন আইজি।
ছত্তিশগড় প্রশাসনের হিসেব অনুযায়ী, ২০১৯ সালের ১ জানুয়ারি থেকে ২০২০ সালের ১ ফেব্রুয়ারি পর্যন্ত মাওবাদী হামলায় ২৫ জন নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। অন্য দিকে, মোট ৮১ জন মাওবাদী জঙ্গিকে গুলি করে হত্যা করা হয়েছে। একই সময়কালে ৫৭ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।