BRAKING NEWS

অসমে করোনা : বরপেটা মেডিক্যাল কলেজের চিকিৎসক দম্পতি গৃহবন্দি, অজ্ঞাতে সৌদি সফর, ব্যবস্থা নেবে সরকার

বরপেটা (অসম), ১৪ মার্চ (হি.স.) : বরপেটা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক দম্পতিকে আগামী ১৪ দিনের জন্য তাঁদের ঘর থেকে বেরোতে নিষেধাজ্ঞা জারি করেছেন স্বাস্থ্য দফতরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তাঁরা সম্প্রতি সৌদি সফরে করে ফিরেছেন। তাই তাঁদের শরীরে কোভিড-১৯-এর কোনও জীবাণু থাকতে পারে সন্দেহে গৃহবন্দি করার নির্দেশ দেওয়া হয়েছে। তাছাড়া বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানিয়ে বিদেশ সফর করার জন্য উভয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।

ঘটনা প্রসঙ্গে বরপেটা মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. ধ্ৰুবজ্যোতি বরার কাছে জানতে চাওয়া হয়েছিল। তিনি জানান, এ মুহূর্তে চিকিৎসক দম্পতির শরীরে করোনা সংক্ৰমণের কোনও লক্ষণ ধরা পড়েনি। তবে সুরক্ষার খাতিরে উভয়কে তাঁদের ঘর থেকে বেরোতে সরকারিভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অধ্যক্ষ ডা. বরা জানান, সৌদি ভ্ৰমণ করে সংশ্লিষ্ট চিকিৎসক ও তাঁর পত্নী তাঁদের কর্মক্ষেত্র মেডিক্যাল কলেজ হাসপাতালে যোগদান করতে এসেছিলেন। কিন্তু তাঁদের কাজে যোগদান করতে দেওয়া হয়নি।

অধ্যক্ষ ডা. ধ্ৰুবজ্যোতি বরা আরও জানান, চিকিৎসক দম্পতি ব্যক্তিগত কাজের কথা বলে ছুটি নিয়েছিলেন। কিন্তু বিদেশে যাওয়ার জন্য ঊর্ধ্বতন কৰ্তৃপক্ষের কোনও অনুমতি নেননি তাঁরা। এ ঘটনাকে গোপনে বিদেশ সফর বলে বিবেচনা করে রাজ্য সরকার তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, জানান ডা. ধ্রবজ্যোতি বরা৷ ইতিমধ্যে তিনি এ ব্যাপারে সরকারের কাছে পত্রও পাঠিয়েছেন বলে জানান তিনি৷

ডা. ধ্ৰুবজ্যোতি বরা জানান, দুজনের কারোর শরীরে করোনার কোনও লক্ষণ পাওয়া না গেলেও আগামী ১৪ দিন তাঁদের মেডিক্যাল অবজারভেশনে রাখা হবে। আরআরটি টিম তাঁদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করছেন। কোনও লক্ষণ ধরা পড়লে সঙ্গে সঙ্গে তাঁদের রক্তের সেম্পল সংগ্ৰহ করে প্রয়োজনীয় পরীক্ষার ব্যবস্থা করা হবে, জানান ডা. বরা। জানান, এখনই তাঁদের শরীরের কোনও পরীক্ষা করার প্ৰয়োজন পড়েনি।

বিভাগীয় কর্তৃপক্ষের কড়া অবস্থানের পর চিকিৎসক দম্পতি বর্তমানে বরপেটা শহরের মেটুয়াকুচিতে ভাড়া বাড়িতে সুস্থ শরীরে অবস্থান করছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *