গুয়াহাটি, ১২ মার্চ (হি.স.) : রাজ্যসভায় অসমের তিন আসনের নির্বাচনকে কেন্দ্র করে সরগরম রাজ্য রাজনীতি। তৃতীয় আসনে প্ৰতিদ্বন্দ্বিতা করতে এবার ভোট-ময়দানে অবতরণ করেছেন রাজ্যের আরেক সিনিয়র সাংবাদিক অতুন ভুইয়াঁ। বৃহস্পতিবার অতনুর হয়ে মনোনয়নপত্ৰ সংগ্ৰহ করেছেন তাঁর সহকর্মী সাংবাদিক মুন গোস্বামী। এর আগে কংগ্রেস ও এআইইউডিএফ-এর সর্বসম্মত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন আরেক বরিষ্ঠ সাংবাদিক অজিতকুমার ভুইয়াঁ। আজ অতনু ভুইয়াঁর মনোনয়নপত্র সংগ্রহের খবরে সব ওলট-পালট করে দিয়েছে কংগ্রেস ও এআইইউডিএফ-এর অঙ্কে। বিরোধী প্রার্থীকে পরাজিত করতে এর পিছনে বিজেপি নেতা হিমন্তবিশ্ব শর্মার কলকাঠি কাজ করছে বলেও মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
এদিকে গুয়াহাটি-ভিত্তিক ‘ডিওয়াই ৩৬৫’ নামের ইলেকট্রনিক মিডিয়ার কনসালটিং এডিটর অতনু ভুইয়াঁ আচমকা রাজ্যসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার খবরে মোটেও বিচলিত নয় বিজেপি। কেননা, ইতিমধ্যে আজই রাজ্য সরকারের সেকেন্ড-ইন চিফ তথা বহু দফতরের মন্ত্রী তথা নেডা-র আহ্বায়ক হিমন্তবিশ্ব শর্মা এ ব্যাপারে বিজেপির স্থিতি স্পষ্ট করে দিয়েছেন। তিনি বলেছেন, অতুন ভুইয়াঁ যদি দশজন বিধায়কের সমর্থন লাভ করেন, তা-হলে তাঁকে অবশ্যই সমর্থন করবেন তাঁর দলের বিধায়করা। ফলে অতনু ভুইয়াঁকে কোন কোন রাজনৈতিক দল সমৰ্থন করবে তা এ মহূর্তে স্পষ্ট হয়নি। তবে অতনু যে আসন্ন রাজ্যসভার তৃতীয় আসনে অন্য বিরোধী প্রার্থীর কাছে চ্যালেঞ্জিং ফ্যাক্টর হবেন তা নিশ্চিত, মনে করছে রাজনৈতিক মহল।
রাজ্যসভার তৃতীয় আসনের জন্য পুরোপুরি কোমর কষে ময়দানে অবস্থান করেছে ক্ষমতাসীন বিজেপি৷ ইতিমধ্যে প্রথম আসনে দলীয় প্রার্থী করা হয়েছে প্রাক্তন কংগ্রেসি তথা বিজেপির প্রবীণ নেতা ভূবনেশ্বর কলিতাকে। দ্বিতীয় আসনে জোটপ্রার্থী হিসেবে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল, মন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা, বিজেপির প্রদেশ সভাপতি রঞ্জিতকুমার দাস, অগপ ও বিপিএফ সভাপতি যথাক্রমে অতুল বরা ও হাগ্রামা মহিলারিকে সঙ্গে নিয়ে গতকালই মনোনয়ন জমা দিয়েছেন সাংসদ বিশ্বজিৎ দৈমারি (বিপিএফ)। এই দুই আসনে বিজেপি এবং জোটপ্রার্থীর বিজয় নিশ্চিত বলে নানা অঙ্ক কষে ধারণা করা হচ্ছে। এদিকে বিশেষ এক সূত্রের খবর, আগামীকাল শুক্রবার বিজেপিও নিজস্বভাবে তৃতীয় আসনের জন্য প্রার্থীর নাম ঘোষণা করতে পারে।
তবে আজ তৃতীয় আসনের জন্য বরিষ্ঠ সাংবাদিক অতনু ভুইয়াঁর মনোনয়নপত্ৰ সংগ্ৰহ করাকে কেন্দ্র করে দিশপুরের রাজনীতিতে গরম বাতাস বইছে৷ কেননা, সংখ্যার হিসাবে তৃতীয় আসন বিরোধী প্রার্থীর দখল করা প্রায় নিশ্চিত ছিল। এর মধ্যে নেডা-র আহ্বায়ক ড. হিমন্তবিশ্ব শর্মার এক মন্তব্যে ঝড় তুলেছে৷ তিনি বলেছেন, অতনু ভুইয়াঁ যদি দশজন বিধায়কের সমৰ্থিত স্বাক্ষর সংগ্রহ করতে পারেন তা-হলে তাঁকে তাঁরা সমৰ্থন করে ভোট দেবেন৷ তবে এই দশজন বিধায়কের সমৰ্থন আদায় করতে তাঁরা কোনও ধরনের সহায়তা করবেন না৷ স্বাক্ষর নিয়ে নির্বাচনী যুদ্ধে অবতীর্ণ হলেই সমর্থন করবেন, পরিষ্কার বলেছেন মন্ত্রী হিমন্তবিশ্ব।
হিমন্তবিশ্ব বলেন, ‘রাজ্যসভার দুটি আসনেই আমরা প্ৰাৰ্থী দিয়েছি৷ তৃতীয় আসনে কংগ্রেস ও এআইইউডিএফ সমর্থিত প্রার্থীকে পরাজিত করতে যে কোনও প্রার্থীকে সমর্থন করতে কোনও অসুবিধা নেই। অগত্যা বিরোধী-সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে অবতীর্ণ অতনু ভুইয়াঁ যখন মনোনয়নপত্ৰ সংগ্ৰহ করেছেন, তখন সে বিষয়ে দলীয়ভাবে ভাবব আমরা৷ তিনি অবশ্য আমাদের সঙ্গে কথা বলেছেন। আমরা আমাদের শর্ত তাঁকে জানিয়ে দিয়েছি।’