নয়াদিল্লি, ১২ মার্চ (হি.স.) : হরিয়ানার পর এবার দিল্লি। করোনাভাইরাসকে মহামারী হিসেবে ঘোষণা করল দিল্লি সরকার। মারণ এই ব্যাধি রোধে ৩১ মার্চ পর্যন্ত সমস্ত স্কুল, কলেজ, সিনেমা হল বন্ধ থাকবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।
করোনা মোকাবিলায় বৃহস্পতিবার উচ্চপর্যায় বৈঠক করেন দিল্লির উপরাজ্যপাল অনিল বৈজাল এবং মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সহ প্রশাসনের অন্যান্য শীর্ষ আধিকারিকেরা। বৈঠকের পর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, করোনাভাইরাসকে মহামারী হিসেবে ঘোষণা করা হয়েছে। জনবহুল এলাকা যেমন সরকারি এবং বেসরকারি কার্যালয়, শপিংমলগুলিতে নিয়মিত ভাবে শোধন বা সেনিটাজেশন বাধ্যতামূলক করা হয়েছে। বুরারইতে নির্মীয়মাণ হাসপাতালটিকে কোয়ারেন্টাইন হিসেবে গড়ে তোলার চেষ্টা চালানো হচ্ছে।
উল্লেখ করা যেতে পারে রাজধানীতে করোনায় নতুন করে ছয়জন আক্রান্ত হয়েছে। গোটা দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ৭৩।