BRAKING NEWS

দিল্লীতে হিংসার প্রতিবাদে আগরতলায় সিপিএমের প্রতিবাদ মিছিল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ মার্চ ৷৷ দিল্লিতে বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে এবং ঘটনার বিচারবিভাগীয় তদন্তের দাবিতে আগরতলায় বুধবার সিপিআইএমের প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংগঠিত হয়৷ মিছিলটি আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে৷


মিছিলে অংশ নিয়ে সিপিআইএম পশ্চিম জেলা কমিটির সম্পাদক পবিত্র কর বলেন, দিল্লিতে দাঙ্গার জন্য স্বরাষ্ট্রমন্ত্রক ও দিল্লি সরকার দায়ী৷ প্রধানমন্ত্রী এই দাঙ্গার ঘটনার ৫৯ ঘণ্টা পর প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন৷ দিল্লি পুলিশ দর্শকের মতো দাঁড়িয়ে ঘটনা প্রত্যক্ষ করেছে৷ দাঙ্গায় ৪৪জন মানুষ প্রাণ হারিয়েছেন৷ প্রচুর বাড়িঘর জ্বালিয়ে নেওয়া হচ্ছে৷ পরীক্ষার্থীদের বই, এডমিড কার্ট পুড়িয়ে দেওয়া হয়েছে৷ ব্যবসায়ীদের ব্যবসা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে৷ নিহতদের প্রত্যেকের পরিবারকে সরকারি চাকরি এবং উপযুক্ত ক্ষতিপূরণ দেবার ব্যবস্থা করতে হবে৷ পুড়িয়ে দেওয়া বাড়িঘর সরকারকে তৈরি করে দিতে হবে৷


ব্যবসা বাণিজ্য শুরু করার জন্য সমস্ত দায়িত্ব সরকারকে গ্রহণ করতে হবে৷ সুপ্রিমকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্ত কমিটি করে বিচারের ব্যবস্থা করতে হবে৷ যে সমস্ত বিজেপি নেতারা, মন্ত্রীরা দাঙ্গায় মদত দিয়েছেন তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করতে হবে৷ আগামী ৯ মার্চ দিল্লির ক্ষতিগ্রস্তদের জন্য সিপিআইএম সাহায্য সংগ্রহ করবে বলে জানান সিপিআইএম পশ্চিম জেলা সম্পাদক পবিত্র কর৷ রাজ্যের সর্বত্রই সাহায্য সংগ্রহ করা হবে বলেও জানান তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *