BRAKING NEWS

কংগ্রেস কোনও কথাই শোনেনি, নতুন দল গঠন করতে চলেছেন সাবিত্রী ফুলে

নয়াদিল্লি, ২৬ ডিসেম্বর (হি.স.): কংগ্রেস তাঁর কোনও কথাই শোনেনি| তাই এবার নিজস্ব দল গঠন করতে চলেছেন প্রাক্তন বিজেপি সাংসদ সাবিত্রী বাই ফুলে| কংগ্রেস নেতৃত্বের প্রতি তিনি এতটাই ক্ষুব্ধ যে, কংগ্রেস থেকেও ইস্তফা দিয়েছেন সাবিত্রী বাই ফুলে| চলতি বছরেই কংগ্রেসে যোগ দিয়েছিলেন প্রাক্তন বিজেপি সাংসদ সাবিত্রী বাই ফুলে| কংগ্রেসের বিরুদ্ধে প্রাক্তন বিজেপি সাংসদের অভিযোগ, ‘কংগ্রেসে আমার কথাকে গুরুত্ব দেওয়া হয়নি| শোনা হয়নি আমার কোনও কথা| তাই কংগ্রেস থেকে ইস্তফা দিয়েছি|’ অন্য কোনও রাজনৈতিক দলে আর যোগ দেবেন না, সেটাও জানিয়ে দিয়েছেন সাবিত্রী বাই ফুলে| সাবিত্রী বাই ফুলে জানিয়েছেন, ‘আমি নিজস্ব দল গঠন করব|’

প্রসঙ্গত, চলতি বছরের মার্চ মাসে কংগ্রেসে যোগ দিয়েছিলেন প্রাক্তন বিজেপি সাংসদ সাবিত্রী বাই ফুলে| গত বছর বি আর আম্বেদকরের মৃত্যুবার্ষিকীর দিন বিজেপির সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছিলেন সাবিত্রী| এবার সাবিত্রীর অভিযোগ, ‘কংগ্রেসে আমার কথা শোনা হচ্ছে না|’ ২০০০ সালে বিজেপিতে যোগ দেওয়ার প্রাক্কালে বহুজন সমাজ পার্টির সঙ্গে যুক্ত ছিলেন সাবিত্রী| ২০০২, ২০০৭ এবং ২০১২ সালে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি| ২০১২ সালের নির্বাচনে জয়ী হয়েছিলেন তিনি| এরপর ২০১৪ সালের লোকসভা নির্বাচনেও জয়ী হয়েছিলেন|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *