নয়াদিল্লি, ১৮ ডিসেম্বর (হি.স.) : নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে দেশের ১৩০ কোটি জনগণের ভয়ের কোনও কারণ নেই বলে জানিয়েছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রকাশ জাভরেকর।
বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন, পড়ুয়াদের উচিত শান্তিপূর্ণ ভাবে নিজেদের বক্তব্য পেশ করা। বর্তমান পরিস্থিতিতে শান্তি বজায় রাখাটা একান্ত জরুরি। পড়ুয়াদের এই আইন নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। একমাত্র অবৈধ অনুপ্রবেশকারীদের ভয় পাওয়া উচিত।
উল্লেখ্য লোকসভা এবং রাজ্যসভায় ধনি ভোট পাশ হয়ে বিল থেকে আইনে পরিণত হয় নাগরিকত্ব সংশোধনী আইন। বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান থেকে ধর্মীয় নিপীড়নের কারণে ভারতে আসা অমুসলমান সম্প্রদায়ের মানুষদের নাগরিকত্ব দেওয়া হবে।