লখনউ, ৭ ডিসেম্বর (হি.স.) : উন্নাও ধর্ষিতাকে পুড়িয়ে মারার প্রতিবাদে লখনউয়ের বিধানসভা চত্বরে ধরনায় বসলেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। তাঁর সঙ্গে এই বিক্ষোভে যোগ দিয়েছেন দলের রাজ্য সভাপতি নরেশ উত্তম এবং প্রাক্তন মন্ত্রী রাজেন্দ্র চৌধুরী। ধরনায় বসার আগে নিহতের আত্মার শান্তি কামনা করে দুই মিনিট নীরবতাও পালন করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব।
পাশাপাশি স্বরাষ্ট্রসচি এবং রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেলের পদত্যাগের দাবি তুলেছেন তিনি।
শনিবার উন্নাও কান্ডকে কালো দিবস হিসেবে আখ্যা দিয়ে ধরনায় বসার আগে অখিলেশ যাদব জানিয়েছেন, এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রী, রাজ্যের স্বরাষ্ট্রসচিব, ডিজি পদত্যাগ করেননি। রবিবার উত্তরপ্রদেশের প্রতিটি জেলায় করা হবে শোকসভা। বিজেপি শাসনে এমন ঘটনা প্রথম নয়। এর আগেও এমন ঘটনা ঘটেছে। অপরাধীদের গুলি করলে মারলেই সমস্যার সমাধান হবে না।
শনিবার উন্নাওতে গিয়ে মৃতার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। উল্লেখ করা যেতে পারে শুক্রবার রাতে দিল্লির সফদরজং হাসপাতালে মারা যান উন্নাও কান্ডের নিগৃহীতা। চিকিৎসকেরা জানিয়েছেন যে তাঁর ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল।