নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ অক্টোবর৷৷ পেছনের দরজা দিয়ে এডিসি দখলের কোনও প্রয়োজনীয়তা বোধ করে না বিজেপি৷ ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচনে জয়ী হয়েই বিজেপি এডিসি দখল করবে৷ আজ দলের সাধারণ সম্পাদক তথা সাংসদ প্রতিমা ভৌমিক জোর গলায় এই দাবি করেন৷ সাথে তিনি বিরোধী দল সিপিএমকে নিশানা করে বলেন, নিজের ঘর সামলাতে পারে না, তাই বিভ্রান্তি ছড়াতে ব্যস্ত বিরোধীরা৷
আজ বৃহস্পতিবার সাংসদ ভৌমিক বলেন, বাঁকা পথে এডিসি দখলের কোনও মানসিকতা নেই বিজেপি-র৷ কারণ, মানুষের সমর্থনে নির্বাচনে জয়ী হয়েই এডিসি দখল নেব আমরা৷ এদিন তিনি সিপিএমকে নিশানা করে বলেন, নিজেদের ঘর সামলে রাখতে পারছেন না৷ তাই জনমনে বিভ্রান্তি ছড়াতে ব্যস্ত হয়ে পড়েছেন বিরোধীরা৷ তিনি জোর গলায় দাবি করেন, এডিসি দখলে বিজেপিকে পেছনের দরজা দিয়ে আসতে হবে না৷ কারণ, ২০২০ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে৷
ওই নির্বাচনে বিজেপি-র জয় নিশ্চিত, দৃঢ় প্রত্যয়ের সাথে বলেন তিনি৷ সাথে যোগ করেন, এডিসি নিয়ে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার পেছনে কার হাত রয়েছে, তা তাঁদের চিন্তার বিষয়, কটাক্ষের সুরে বলেন তিনি৷